ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুখোশ নিয়ে রহস্য!

প্রকাশিত: ১০:৫৪, ২৯ জানুয়ারি ২০১৯

মুখোশ নিয়ে রহস্য!

পেরুর ইনকা সভ্যতা। প্রাচীন যে সভ্যতার সঙ্গে সবসময় জড়িয়ে রয়েছে রহস্য। সেই সময়েরই এক মুখোশ নিয়ে তৈরি হলো নতুন রহস্য। মনে করা হচ্ছে, প্রাচীন এই মুখোশ থেকে খোঁজ মিলতে পারে বিপুল গুপ্তধনের। ফ্লোরিডার একটি সমুদ্রতটে মিলল এই মুখোশটি। মুখোশটি মেলার পর অনেকেই ভেবেছিলেন এটা কি কোন মহাকাশ সংক্রান্ত বস্তু। কারণ একদম অন্যরকম দেখতে এটি। পরে জানা যায়, পেরুর ইনকা সভ্যতারই একটি ‘ফিউনারেল মাস্ক’ বা মৃতের মুখোশ এটি। মৃতের সঙ্গেই এই মুখোশ দেয়া হতো দেহ সমাধিস্থ করার সময়। এই মুখোশ কীভাবে এলো এই সমুদ্রতটে? গত ১১ বছর ধরে মাইক টোরেজ নামে এক অধ্যাপক এই জাহাজটির খোঁজ করছিলেন কয়েক বছর ধরেই। সেই খোঁজ করতে গিয়েই সমুদ্রতটে ভেসে আসা এই মুখোশের সন্ধান মেলে। তিনি বলেন, কিউবা থেকে স্পেন যাওয়ার পথে ১৭১৫ সাল নাগাদ স্পেনের একটি জাহাজ ডুবে যায় ফ্লোরিডার মেলবোর্ন সমুদ্রতটের কাছে। প্রাক-কলম্বীয় যুগের মুখোশ এটি। তবে এটিকেই ‘রিচেস্ট আর্কিওলজিক্যাল ডিসকভারি’ বলেও উল্লেখ করেছেন অনেকেই। এই মুখোশের মতোই আরও কিছু প্রাচীন আমলের সামগ্রী সমুদ্রতটের আশপাশেই রয়েছে বলেই দাবি করেন স্থানীয় প্রতœতত্ত্ববিদরা। তিনিই বলেন, প্রায় ৪০০-৬০০ কোটি ডলারের গুপ্তধন থাকার সম্ভাবনা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮৫ কোটি থেকে প্রায় ৪ লাখ ২৬ কোটি টাকার রুপীর কাছাকাছি। কয়েকটি প্রাচীন পোশাকের অংশ মিলেছে এই তটের কাছেই। টোরেজ বলেন, স্পেনীয়রা এই মুখোশ চুরি করেছিল। সোনা, রুপো ছাড়াও তামা ও ইরিডিয়াম দিয়ে তৈরি এই মুখোশ। এটি ইনকা সভ্যতারই মৃতের মুখোশ। আর এটি বিশেষ কোন ব্যক্তিই ব্যবহার করতেন। না হলে এত মূল্যবান ধাতু দিয়ে গড়া সম্ভব ছিল না। তবে এই নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন।
×