ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাইকে বিদায় জানাতে এসে লাশ হলেন ভাই ও বোন জামাই

প্রকাশিত: ১০:৫২, ২৯ জানুয়ারি ২০১৯

ভাইকে বিদায় জানাতে এসে লাশ হলেন ভাই ও বোন জামাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চলমান ট্রাফিক সপ্তাহের মধ্যেই ভাইকে বিমানবন্দরে বিদায় জানাতে এসে ট্রাক চাপায় চিরতরে বিদায় নিতে হলো ডালিম ও তার বোন জামাইকে। ভাই আর বোন জামাইয়ের দাফন সম্পন্ন না করেই বিদেশ চলে যেতে হয়েছে রুবেলকে। এছাড়া তার আর কোন উপায়ও ছিল না। ঘাতক ট্রাকটিকে চালক ও হেলপারসহ আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। রবিবার রাত একটার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকার হাজী ক্যাম্পের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) স ম কাইয়ুম জনকণ্ঠকে বলেন, সোমবার দুপুর দুইটায় রুবেলের ফ্লাইট ছিল। এজন্য রুবেলকে সঙ্গে নিয়ে তার ছোট ভাই ডালিম ও বোন জামাই মোবারক রবিবার বিকেলে ঢাকায় আসে। তারা বিমানবন্দর এলাকার একটি হোটেলে ওঠে। রুবেলকে হোটেলে রেখে ডালিম ও তার বোন জামাই মোবারক বাইরে বের হয়েছিল। তারা বিমানবন্দরের হাজী ক্যাম্পের পাশের ফাঁকা রাস্তার নিচ দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি রড বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাতেই লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত একজনের নাম ডালিম আলী (২০)। অপরজন তার বোন জামাই মোবারক (৩০)। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালক শাহীন (৩৫) ও ট্রাকটির হেলপার লেবু (২২)। ট্রাকটি বিমানবন্দর থানা হেফাজতে রাখা হয়েছে। চালক শাহীনের ড্রাইভিং লাইসেন্স সঠিক বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সময় ট্রাকটির ব্রেক ফেল করেছিল বলে চালক দাবি করেছে। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ডালিমের পিতার নাম আতর আলী। তিনি বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার বিকেলে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডালিমের পিতা ছেলের লাশ গ্রহণ করেন। ডালিমের বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়। নিহত ডালিমের বোন জামাইয়ের বাড়িও একই এলাকায়। মোবারকের লাশ তার ভাই গ্রহণ করেন। রুবেলকে ভাই আর বোন জামাইয়ের লাশ দাফন না করেই বিদেশ চলে যেতে হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডালিমের চাচাত ভাই রনি মিয়া বলছিলেন, ডালিমদের সংসারে প্রচুর অভাব। সংসারে সচ্ছলতা আনতে ডালিমের বড় ভাই রুবেল আলী (২৩) বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল। শেষ পর্যন্ত রবিবার রাতে তার ফ্লাইটের তারিখ হয়। বাড়ির জমি-জমা, গরু-ছাগল বিক্রি করে অনেক কষ্টে বিদেশ যাচ্ছিল। রুবেলকে বিমানবন্দরে বিদায় দিতে এসেছিল তার ছোট ভাই ডালিম আর বোনজামাই মোবারক। প্রসঙ্গত, সড়কে শৃঙ্খলা ফেরাতে পনের দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ চলছে রাজধানী ঢাকায়। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ট্রাফিক বিভাগ রাতের ঢাকায়ও টহল জোরদার করার ঘোষণা দিয়েছে।
×