ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে বিজয় দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে

প্রকাশিত: ০৯:৩৫, ২৯ জানুয়ারি ২০১৯

নির্বাচনে বিজয় দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমালোচনা করার অধিকার কারও নেই উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টানা তিনবারসহ চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। এটা বিশ্ব রেকর্ড। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের অনেক দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এ থেকে আমাদের সবাইকে সামনের পথ চলায় শিক্ষা নিতে হবে। শাহরিয়ার আলম এমপি বলেন, ‘আপনি যত বড় নেতা হন না কেন, অপরাধ করলে শাস্তি পেতে হবে।’ সোমবার বিকেলে বাঘা উপজেলা সদরে সরকারী শাহদৌল্লা কলেজ শহীদ মিনার চত্বরে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সামনে উপজেলা নির্বাচন। এই নির্বাচনে আমরা তিনটি পদেই বিজয় দেখতে চাই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন কোন সহজ জিনিস নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। আর যুদ্ধ করতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়। পরপর তিনবার নির্বাচনে জয়যুক্ত হয়ে সেটা বুঝেছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ‘আমি যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করি সেখানে কথা বলতে হলে পাঁচবার ভাবতে হয়। আমার সৌভাগ্য জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ১১ জন মন্ত্রীকে পুনরায় মন্ত্রী পদে বহাল রেখেছেন। তার মধ্যে আমি রয়েছি। এই অর্জন আমার একার নয়, এই অর্জন আমার নির্বাচনী এলাকা প্রিয় চারঘাট-বাঘাবাসীর। তিনি দলীয় নেতাদের উদ্দেশে বলেন, আমার অনুরোধ আমার কাছে কেউ কোন তথ্য গোপন করে কথা বলবেন না এবং আমাকে দিয়ে কোন অন্যায়ের তদবির করাবেন না। আমি বিগত ১০ বছরের পথ চলায় অনেক শিক্ষা নিয়েছি। উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরও বলেন, মানুষ এখন অনেক প্রত্যাশা করে। আমাদের সরকার ঘরে-ঘরে বিদ্যুত বিতরণ করছে। কয়েক দিন আগে ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। চলছে রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন। ইতোমধ্যে স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ জয় করেছে বাংলাদেশ। তাই নির্বাচন নিয়ে সমালোচনা করার অধিকার কারও নেই। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আমানুল হাসান দুদু , আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা প্রমুখ।
×