ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় মৌ চাষে কর্মসংস্থান

প্রকাশিত: ০৯:৩৪, ২৯ জানুয়ারি ২০১৯

মাগুরায় মৌ চাষে কর্মসংস্থান

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরা জেলায় সরিষা ক্ষেতে মৌ বাক্স পেতে মধু সংগ্রহ করা হচ্ছে। ফলে মধু আহরণের পাশাপাশি পরাগায়নের মাধ্যমে সরিষার ভাল ফলন হচ্ছে। বহু বেকারের কর্মসংস্থান হয়েছে। তারা মধু সংগ্রহ করে বাড়তি আয় করছেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১২ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষা চাষে খরচ কম এবং লাভ বেশি। বিঘাপ্রতি ফলন হয় ৫-৬ মণ। প্রতিমণ সরিষা বাজারে ১৬শত টাকা থেকে ১৯শত টাকা মণ দরে বিক্রি হয়। হলুদের সরিষা ক্ষেতের পাশে সারি সারি মৌ বাক্স পাতা হয়েছে। সেখান থেকে মধু সংগ্রহ করছেন। ফলে বাড়তি মধু আহরণের পাশাপাশি পরাগায়নের মাধ্যমে অতিরিক্ত সরিষা উৎপাদন হচ্ছে। জেলার উৎপন্ন মধু ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। লাভজনক হওয়ায় কৃষকরা সরিষা চাষ ও মধু সংগ্রহে এগিয়ে আসছেন। বহু বেকারের কর্মসংস্থান হয়েছে। তারা মধু সংগ্রহ করে বাড়তি আয় করছেন।
×