ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি আরব এক লাখ ৬০ হাজার কোটি রিয়াল বিনিয়োগ করবে

প্রকাশিত: ০৯:৩৩, ২৯ জানুয়ারি ২০১৯

সৌদি আরব এক লাখ ৬০ হাজার কোটি রিয়াল বিনিয়োগ করবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশী বিনিয়োগ আকর্ষণে ২০৩০ সালের মধ্যে ১ লাখ ৬০ হাজার কোটি সৌদি রিয়াল বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব। অবকাঠামো, জ্বালানি, শিল্পোন্নয়নসহ একাধিক প্রকল্পে এই বিনিয়োগ করবে সরকার। দেশটির তেল ও জ্বালানিমন্ত্রী জানান, জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এই বিনিয়োগ পরিকল্পনা হয়েছে। ভিশন-২০৩০ পরিকল্পনা কর্মসূচী ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এ্যান্ড লজিস্টিক প্রোগ্রামের আওতায় এটি বাস্তবায়ন হবে। একই সঙ্গে ২০ হাজার কোটি রিয়ালের ৭০টি নতুন চুক্তি করতে যাচ্ছে সরকার। এবারের পরিকল্পনায় রাসায়নিক দ্রব্য, বিদ্যুত ও প্রাকৃতিক গ্যাস শিল্পকে প্রাধান্য দেয়া হচ্ছে। অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৬০০ কোটি ডলার ক্ষতি অর্থনৈতিক রিপোর্টার ॥ সর্বশেষ অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৬০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। দেশটির ঋণমান নির্ধারণকারী সংস্থা এসএন্ডপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। অচলাবস্থার মধ্যে কাজ করা কর্মীদের পূর্ণ মজুরি দেয়ার আশ্বাস দিলেও তা কার্যকরে কোন পদক্ষেপ নেয়নি ট্রাম্প প্রশাসন। তবে আগামী ৩ সপ্তাহের জন্য সরকারী কর্মীদের বেতন অনুমোদন করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে দীর্ঘ অচলাবস্থা স্থগিত ঘোষণার পর, শনিবারই কাজে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সরকারী কর্মীরা। অন্যদিকে জরিপ সংস্থাগুলোর প্রতিবেদনে জানানো হয়, অচলাবস্থার কারণে ভোক্তা আস্থা সর্বনিম্নে নেমেছে। শঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরাও। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্বে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে অর্থনৈতিক রিপোর্টার ॥ চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যদ্বন্দ্ব বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আরও কমিয়ে দেবে। বৈশ্বিক অর্থনীতি ইস্যুতে এমন হুঁশিয়ারি দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে জানানো হয়, ২০১৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৫ শতাংশ। গেল অক্টোবরে দেয়া পূর্বাভাসে যা ৩ দশমিক ৭ শতাংশ ছিল। আইএমএফ জানায়, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যদ্বন্দ্বের পাশাপাশি অর্থনীতির জন্য হুমকিতে পরিণত হচ্ছে ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়ন- ইইউ ছাড়ার আগে যুক্তরাজ্য কোন চুক্তি না করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও নিম্নমুখী হতে পারে।
×