ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইনজীবীর কারাদণ্ড

প্রকাশিত: ০৯:২৯, ২৯ জানুয়ারি ২০১৯

আইনজীবীর কারাদণ্ড

চীনের খ্যাতনামা মানবাধিকার আইনজীবী ওয়াং কুয়ানঝাংকে রাষ্ট্রবিরোধী কর্মকা-ের অভিযোগে সাড়ে ৪ বছরের কারাদ- দেয়া হয়েছে। তিনি দেশটির সরকারের বিরুদ্ধে অনেক স্পর্শকাতর মামলা লড়েছেন। ৪২ বছর বয়সী ওয়াং ২০১৫ সালে গ্রেফতার হন। গোপনেই ওয়াংয়ের বিরুদ্ধে বিচার চালিয়েছে চীন সরকার। তার বিরুদ্ধে বিচার চলার সময় তিয়ানজিনের ওই আদালতে সাংবাদিক ও বিদেশী কূটনীতিকদের প্রবেশ করতে দেয়া হয়নি। -বিবিসি নেতৃত্বে ১৯ বছরের তরুণ ভারতের একদল তরুণ সম্প্রতি কালামস্যাট-ভি টু নামে বিশ্বের সবচেয়ে হাল্কা একটি স্যাটেলাইট উপগ্রহ ডিজাইন ও নির্মাণ করেন। শিক্ষার্থীদের সেই দলটির নেতৃত্বে ছিলেন ভারতের ১৯ বছর বয়সী স্নাতক পড়ুয়া তরুণ রিফাত শাহরুখ। তিনি দলটির কনিষ্ঠ সদস্য ছিলেন। এককেজি ২৬০ গ্রাম ওজনের ওই উপগ্রহটি তারা তৈরি করেছেন মাত্র ছয়দিনের মাথায়। এটি কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। -বিবিসি
×