ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবাধিকার পরিস্থিতির সমালোচনা

প্রকাশিত: ০৯:২৮, ২৯ জানুয়ারি ২০১৯

মানবাধিকার পরিস্থিতির সমালোচনা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মিসর সফরে গিয়ে দেশটির মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের আমলের চেয়ে জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির আমলে মিসরে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। ইয়াহু নিউজ। ২০১১ সালের গণজাগরণের মুখে পদত্যাগ করতে বাধ্য হন হোসনি মুবারক। এরপর সেখানে প্রথমবারের মতো জনগণের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ইখওয়ানুল মুসলিমিন দেশটির শাসনের দায়িত্ব পায়। কিন্তু জেনারেল সিসি নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে নিজে রাষ্ট্রক্ষমতা দখল করেন। তিনদিনের সফরে মিসরে গিয়ে ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় মুবারকের আমলের চেয়ে বর্তমানে কঠোর পরিস্থিতির মুখে রয়েছে মিসরের বুদ্ধিজীবী ও সিভিল সোসাইটির লোকজন।’ তিনি বলেন, মিসর ছিল আরব বসন্তের কেন্দ্রবিন্দু কিন্তু সেখানে চলছে কঠোর শাসন। কিম জং নাম হত্যা, শুনানি মার্চ পর্যন্ত মুলতবি উত্তর কোরীয় নেতার বৈমাত্রেয় ভাইকে হত্যার অভিযোগে দুই নারীর বিচারের শুনানি সোমবার মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। খবর এএফপির ২০১৭ সালের অক্টোবর মাস থেকে ইন্দোনেশীয় নাগরিক সিতি আইসিয়াহ ও ভিয়েতনামের নাগরিক দোয়ান থাই হুয়োং নামের ওই দুই অভিযুক্ত নারীর বিচার চলছে। তাদের বিরুদ্ধে কুয়ালালামপুর বিমানবন্দরে কিং জং নামের মুখে ‘ভিএক্স’ নামের এক ধরনের শক্তিশালীয় রাসায়নিক স্প্রে করার অভিযোগ আনা হয়েছে।
×