ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উনের সঙ্গে মুখোমুখি বৈঠকের আশা আবের

প্রকাশিত: ০৯:২৭, ২৯ জানুয়ারি ২০১৯

উনের সঙ্গে মুখোমুখি বৈঠকের আশা আবের

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্বিপাক্ষিক অবিশ্বাসের দেয়াল ভেঙ্গে ফেলা হবে। মুখোমুখি বৈঠক ও কূটনৈতিক সম্পর্ক পুনর্প্রতিষ্ঠার জন্য তিনি অঙ্গীকার করেছেন। ঐতিহাসিক শত্রুতার পথ পরিহার করে সম্পর্ক জোরদারের কথা জানিয়েছেন আবে। এএফপি। পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেয়ার সময় আবে চীন-জাপান সম্পর্কে নতুন পর্যায়ে নিয়ে যেতেও প্রতিশ্রুতি দেন। বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে ক্রমবর্ধমান অবকাঠামোর উন্নয়নে একটি রেকর্ড বাজেট প্রণয়ন করার কথা জানান। আবে বলেন, আমি দৃঢ়ভাবে কাজ করব। যাতে পারস্পরিক অবিশ্বাসের দেয়াল ভেঙ্গে দেয়ার জন্য প্রতিটি সুযোগ কাজে লাগানো সম্ভব হয়। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্রের সমস্যা সমাধানের পাশাপাশি আমি সরাসরি চেয়ারম্যান কিম জং উনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসব। আমি বিরোধপূর্ণ বিষয়গুলোরও সমাধান করব। যদিও উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সম্ভাব্য বৈঠকের জন্য কোন সময়সীমার প্রস্তাব দেননি।
×