ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সহিংসতা ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

দাবি প্রত্যাখ্যান মাদুরোর

প্রকাশিত: ০৯:২৭, ২৯ জানুয়ারি ২০১৯

দাবি প্রত্যাখ্যান মাদুরোর

ইউরোপের দেশগুলো নির্বাচন আয়োজনের জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যে ৮দিন সময় বেঁধে দিয়েছিল রবিবার তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন। বিরোধী নেতা হুয়ান গুয়েইদোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার দাবিকে তিনি সংবিধান লঙ্ঘন বলে অভিযোগ করেন। এএফপি। সিএনএন তুর্ক টিভি নিউজ চ্যানেলের সঙ্গে এক সাক্ষাতকারে মাদুরো বলেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত আছেন। তিনি মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হলেও আছে। হুয়ান গুয়েইদোকে এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন শনিবার গুয়েইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য অন্য দেশগুলোর প্রতি আহ্বান জনান। মাদুরোর শাসনামলে ভেনিজুয়েলায় খাদ্য সঙ্কটের পাশাপাশি বেড়েছে মুদ্রাস্ফীতি। রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট বাড়তে থাকায় মাদুরোর বিরুদ্ধে দেশটিতে নিয়মিত গণবিক্ষোভ হচ্ছে। এ পরিস্থিতির মধ্যে বিরোধী দলীয় নেতা গুয়েইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করার পর শনিবার স্পেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যও মাদুরোকে ৮ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের আল্টিমেটাম দিয়ে সতর্ক করে দেয়। অন্যথায় তারা গুয়েইদোকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। কিন্তু এ আল্টিমেটাম উপেক্ষা করে একে ‘শিশুসুলভ’ আচরণ আখ্যা দিয়েছেন ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী । এদিকে, রাশিয়া এ আল্টিমেটামকে ‘উদ্ভট’ বলে বর্ণনা করেছে। ভেনিজুয়েলায় গত মে মাসে মাদুরোর দ্বিতীয় মেয়াদের নির্বাচনকে জালিয়াতির নির্বাচন আখ্যা দিয়েছে ওয়াশিংটন, কানাডাসহ লাতিন আমেরিকা এবং ইউরোপের বেশিরভাগ দেশ। সবশেষে রবিবার ইসরাইল ও অস্ট্রেলিয়া গুয়েইদোকে স্বীকৃতি দিয়েছে। তবে রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ এখনও মাদুরো সরকারকে সমর্থন দিচ্ছে। বুধবার মাদুরোবিরোধী এক বিশাল সমাবেশে দেশটির বিরোধী নেতা গুয়েইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট ’ ঘোষণা করেন। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরও কয়েকটি দেশ তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিলে চাপে পড়েন মাদুরো। মাদুরো ভেনিজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের উত্তরসূরি হিসেবে ২০১৩ সালের মার্চ থেকে ক্ষমতায় ছিলেন। বামপন্থী শ্যাভেজ প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। শ্যাভেজ একজন মার্কিনবিরোধী নেতা হিসেবে আন্তর্জাতিক পর্যায়েও সুপরিচিত ছিলেন। কিন্তু তার মৃত্যুর পর ৫৬ বছর বয়সী মাদুরো নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। গুয়েইদো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণার পর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ফলে নজিরবিহীন চাপের মুখে পড়েছেন মাদুরো। গুয়েইদো বলেছেন, যেসব সেনা সদস্য তার পক্ষে থাকবে তারা সাধারণ ক্ষমা পাবেন। ওয়াশিংটন রবিবার গুয়েইদো মনোনীত কার্লোস আলফ্রেদো ভেচ্চিওকে যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার কূটনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ভেনিজুয়েলা মার্কিন নাগরিক, কূটনীতিক বা বিরোধী নেতা গুয়েইদোর বিরুদ্ধে হুমকি বা ভীতি প্রদর্শন অব্যাহত থাকলে তারা বসে থাকবে না। রবিবার তিনি বলেন, ভেনিজুয়েলা মার্কিন নাগরিক, কূটনীতিক বা বিরোধী নেতা গুয়েইদোর বিরুদ্ধে যে কোন ধরনের সহিংসতা আইনের শাসনের প্রতি হামলা হবে বলে এবং তার উপযুক্ত জবাব দিতে তৈরি আছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, মাদুরোর প্যারামিলিটারি বাহিনীকে কিউবা সমর্থন দিয়ে যাচ্ছে। মাদুরো অভিযোগ করেন, গুয়েইদো ট্রাম্পের কট্টরপন্থী উপদেষ্টাদের কথা মতো একটি অভ্যুত্থান ঘটিয়েছেন। পশ্চিমা দেশগুলোর চাপের মুখে থাকা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি সামরিক মহড়া প্রত্যক্ষ করেন। রবিবারের ওই মহড়ায় সেনাবাহিনী রাশিয়ার তৈরি বিমান বিধ্বংসী কামান ও ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করে তাদের শক্তি প্রদর্শন করে। রবিবার সকালে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পারদিনোকে পাশে নিয়ে সাঁজোয়া বহরের ঘাঁটি পারামাকাই দুর্গে সামরিক মহড়া প্রত্যক্ষ করেন মাদুরো।
×