ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফালু ও তার স্ত্রীর সম্পদ জব্দ করল দুদক

প্রকাশিত: ১২:৪৮, ২৮ জানুয়ারি ২০১৯

ফালু ও তার  স্ত্রীর সম্পদ  জব্দ করল  দুদক

জনকণ্ঠ ডেস্ক॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খবর ওয়েবসাইটের। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য রবিবার জানান, ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদেশে ফালু দম্পতির সম্পদ জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আদালতের এই আদেশের ফলে তারা ওই সব সম্পত্তি হস্তান্তর পারবেন না। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম চালাতে কোন বাধা থাকবে না।
×