ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১০:২৮, ২৮ জানুয়ারি ২০১৯

আলোকচিত্র প্রদর্শনী

রাবি সংবাদদাতা ॥ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয়ে ধারণকরা আলোকচিত্র নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩দিন ব্যাপি প্রদর্শনী শুরু হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের বারান্দায় ‘কার্বন কান্না’ শিরোনামের এই প্রদর্শনীটি উদ্বোধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ও ডকুমেন্টারি ফটোগ্রাফার দ্বীন মোহাম্মদ শিবলীর তোলা ৪১টি ছবি নিয়ে এই প্রদর্শনীটি আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান রাসেল, কাজী মামুন হায়দার রানা, মামুন আব্দুল কাইয়ুম প্রমুখ।
×