ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভুয়া মালিক সেজে ২২ কোটি টাকা লোপাট ॥ ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশিত: ১০:২৫, ২৮ জানুয়ারি ২০১৯

ভুয়া মালিক সেজে ২২ কোটি টাকা লোপাট ॥ ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ভুয়া কাগজপত্র জমা করে অধিগ্রহণকৃত ভূমির মালিক সেজে ২২ কোটি টাকা লোপাটের বিষয়কে কেন্দ্র করে কক্সবাজারে তোলপাড় চলছে। অধিগ্রহণকৃত জমি ও পানের বরজের ক্ষতিপূরণের ২২ কোটি টাকা লোপাটের বিষয়ে এক সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। ইতোপূর্বে মহেশখালীর কালারমারছড়ায় পেট্রোবাংলার জন্য ওইসব জমি অধিগ্রহণ করে সরকার। জানা যায়, লোপাটকারীদের বিচার দাবি ও টাকা ফেরত চেয়ে ক্ষতিগ্রস্ত জমি মালিক ও পানচাষীরা রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। মানববন্ধনে নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক ভুক্তভোগী অংশ নেয়। ভুক্তভোগীরা জানান, কালারমারছড়া চিকনী পাড়ার কিছু ব্যক্তি এবং ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো শাওনেয়াজ কুতুবী, সার্ভেয়ার ফরিদুল আলম ও সার্ভেয়ার ওয়াসিম মিলে সোনারপাড়ায় অধিগ্রহণকৃত জমি ও পানবরজের ক্ষতিপূরণের প্রায় ২২ কোটি টাকা লোপাট করেছে।
×