ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বর্ণবাদী মন্তব্যের জন্য নিষিদ্ধ সরফরাজ

প্রকাশিত: ১০:১৫, ২৮ জানুয়ারি ২০১৯

  বর্ণবাদী মন্তব্যের জন্য নিষিদ্ধ সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ বর্ণবাদী মন্তব্যের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সরফরাজ আহমেদ। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ডারবানের দ্বিতীয় ওয়ানডেতে প্রতিপক্ষ কৃষ্ণাঙ্গ ক্রিকেটার এ্যান্ডলে ফেকুওয়ের উদ্দেশ করে তিনি বলেছিলেন, ‘আরে কালো ছেলে, তোমার মা আজ কোথায় বসে আছে? তোমার জন্য আজ তাকে কি (প্রার্থনা) করতে বলেছ?’ পরে দুইবার ক্ষমা চেয়েছেন, প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসও তাকে মাফ করে দেয়ার কথা বলেছিলেন। তবু আইসিসির মন গলেনি। নিয়ন্ত্রক সংস্থাটির বিজ্ঞপ্তি, ‘বর্ণবাদী আচরণের জন্য চার ম্যাচ নিষিদ্ধ পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।’ তবে আইসিসির এমন কঠোর সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান কিকেট বোর্ড (পিসিবি)। সরফরাজের নিষেধাজ্ঞা রবিবারের চতুর্থ ওয়ানডে থেকেই কার্যকর শুরু হয়ে গেছে, ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ এবং পরে তিন টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না ৩১ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার পরিবর্তে আপাতকালীন অধিনায়ক হিসেবে শোয়েব মালিককে দায়িত্ব দেয়া হয়েছে। উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ রিজোয়ান। সরফরাজের ওই মন্তব্য স্টাম্প মাইক্রোফোনে রেকর্ড হয়ে যায়। সেই রেকর্ড প্রকাশ হতেই তোলপাড় শুরু হয়ে যায় ক্রিকেট বিশ্বে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে টুইটারে এসে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন সরফরাজ। তার এই ক্ষমা প্রার্থনার পর দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকেও বলে দেয়া হয়, সরফরাজকে তারা ক্ষমা করে দিয়েছে। প্রোটিয়া অধিনায়ক ডুপ্লেসিস বলেন, ‘সরফরাজ স্যরি বলেছে। আমরাও তাকে ক্ষমা করে দিয়েছি। তবে এখন বিষয়টা আইসিসির কাছে। তারা কি সিদ্ধান্ত নেয় সেটা তাদের বিষয়।’ উল্লেখ্য টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ভার্সনেই পাকিস্তানের নিয়মিত অধিনায়ক সরফরাজ।
×