ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়ে ফেরার মিশন চ্যাম্পিয়ন আবাহনীর

প্রকাশিত: ১০:১৪, ২৮ জানুয়ারি ২০১৯

জয়ে ফেরার মিশন চ্যাম্পিয়ন আবাহনীর

জাহিদুল আলম জয় ॥ সাফল্যের বিচারে ঘরোয়া ফুটবলে এখনও সেরা দল ঢাকা আবাহনী। শুরু হয়ে যাওয়া নতুন মৌসুমেও ধারবাহিকতা ধরে রাখার লক্ষ্য আকাশী-নীল জার্সিধারীদের। নতুন মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপের শিরোপা জিতে সে পথেই হাঁটছে তারা। তবে দ্বিতীয় আসর স্বাধীনতা কাপের ফাইনালে আবাহনীকে হারতে হয়েছে নবাগত পরাশক্তি বসুন্ধরা কিংসের কাছে। এরপর ধানমন্ডির জায়ান্টরা মিশন শুরু করেছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে। এই আসরেরও বর্তমান চ্যাম্পিয়ন তারা। কিন্তু ট্রফি ধরে রাখার লক্ষ্যে শুরুটা প্রত্যাশিত হয়নি। দুর্বল নফেল স্পোর্টিংকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করলেও দ্বিতীয় ম্যাচে আবাহনীকে মাটিতে নামিয়েছে সেই বসুন্ধরা। নীলফামারীতে অনুষ্ঠিত ম্যাচে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়নদের কাছে আবাহনীর হার ৩-০ গোলে। ওই হারের পর আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে দ্য স্কাই ব্লু ব্রিগেডরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জয়ের ধারায় ফেরার মিশনে আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ম্যাচটি মাঠে গড়াবে রাত ৬টা ৩০ মিনিটে। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে নিদারুণ বাজে অবস্থায় থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। ম্যাচটি মাঠে গড়াবে বেলা ৩টা ৩০ মিনিটে। নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে সাবেক চ্যাম্পিয়ন জামাল। রহমতগঞ্জের বিরুদ্ধে তাই প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে দলটি। বর্তমানে ২টি করে ম্যাচ শেষে ০ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে সবার তলানিতে শেখ জামাল। চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর অবস্থাও নাজুক। ১টি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান আকাশী-নীলদের। মুক্তিযোদ্ধাও একই অবস্থানে থেকে গোলগড়ে এগিয়ে ষষ্ঠ স্থানে। রহমতগঞ্জ দুই ম্যাচের মধ্যে একটিতেও জয় পায়নি। একটি করে ম্যাচে ড্র ও হেরেছে তারা। মাত্র ১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থায় তালিকার ৯ নম্বরে। বাংলাদেশ আমলে প্রথম লীগ শুরু হয় ১৯৭২ সাল থেকে। ১৯৯৩ সালে নাম বদলে প্রিমিয়ার ডিভিশন লীগ এবং ২০০৭ সালে নাম বদলে ‘বি’ লীগ ২০০৯ সালে ‘বাংলাদেশ লীগ’ এবং ২০১২ সালে নতুন নামকরণ হয় ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ (বিপিএল) নামে। এসব লীগে অংশ নিয়ে ঢাকা আবাহনী লিমিটেড (আগের নাম ছিল আবাহনী ক্রীড়াচক্র) শিরোপা জেতে ১৯৭৪, ৭৭, ৮১, ৮৩, ৮৪, ৮৫, ৮৯, ৯২, ৯৪, ৯৫, ২০০১, ০৭, ০৮, ০৯, ১২, ১৬ ও ১৮ সালে। এর মধ্যে তারা জেতে দুটি হ্যাটট্রিক শিরোপা। এবার তাদের লক্ষ্য তৃতীয় হ্যাটট্রিক শিরোপা। প্রিমিয়ার লীগে দ্বিতীয় ও সার্বিকভাবে তৃতীয়বারের মতো হ্যাট্রিক শিরোপায় চোখ ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনীর। স্বাধীনতা কাপের শিরোপা হাতাছাড়া হলেও প্রিমিয়ার লীগে তার পুনরাবৃত্তি দেখতে চায় না দলটি। ঘরোয়া ফুটবলের সফলতম দল ঢাকা আবাহনী। ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার লীগের মোট ১০ আসরের মধ্যে ছয়বারই শিরোপা জিতেছে ধানম-ির জায়ান্টরা। প্রথম তিন আসরে দাপুটে পারফর্মেন্সে হ্যাটট্রিক শিরোপার অনন্য কীর্তিও আকাশী-নীলদের। বিপিএলের সর্বশেষ আসরে রানার্সআপ হয়েছিল শেখ জামাল ধানম-ি। অথচ সেই দলটির এবার রুগ্ন দশা। গতবার ১২ দলের মধ্যে ১১তম হয়ে কোনমতে রেলিগেশন এড়িয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ। এই দলটির কাছেই নিজেদের সর্বশেষ ম্যাচে ৩-০ গোলে হেরেছে জামাল। এবার হ্যাটটিক হার এড়ানোর লক্ষ্যে তারা মাঠে নামছে রহমতগঞ্জের বিরুদ্ধে। অন্যদিকে কোণঢাসা আবাহনীর বিরুদ্ধে ভাল করার লক্ষ্যে মাঠে নামছে মুক্তিযোদ্ধা।
×