ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হেসে খেলে শেষ ষোলোতে ম্যানসিটি

প্রকাশিত: ১০:১২, ২৮ জানুয়ারি ২০১৯

 হেসে খেলে শেষ ষোলোতে ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ স্বভাবসুলভ হেসে খেলে ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের শেষ ষোলো নিশ্চিত করেছে মানচেস্টার সিটি। শনিবার রাতে চতুর্থ রাউন্ডের (শেষ ৩২) ম্যাচে অতিথি বার্নলিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্ডিওলার দল। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনদের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস, বার্নাডো সিলভা, কেভিন ডি ব্রুইনে ও সার্জিও এ্যাগুয়েরো। বিজয়ী দলটি অপর গোলটি পায় প্রতিপক্ষের কেভিন লংয়ের আত্মঘাতীর সৌজন্যে। গত অক্টোবরে ইংলিশ প্রিমিয়ার লীগেও বার্নলিকে একই ব্যবধানে হারিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানসিটি। ২৩ মিনিটে তারা এগিয়ে যায় ব্রাজিলিয়ান তারকা জেসুসের গোলে। স্বদেশী ডিফেন্ডার ডানিলোর পাস পেয়ে ডি বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে জোরালো শট নেন। গোলরক্ষকের পায়ে লেগে বল জালে জড়ায়। গোলোৎসব করলেও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর ৫২ মিনিটে দ্বিতীয় গোল পায় গার্ডিওলার দল। ডি ব্রুইনের বাড়ানো বল ডি বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন পর্তুগীজ মিডফিল্ডার সিলভা। বল একজনের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে ভেতরে ঢোকে। এবারও বলে হাত লাগিয়েছিলেন অতিথি গোলরক্ষক নিক পোপ। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। বল আশ্রয় নেয় জালে। ৬২ মিনিটে রিয়াদ মাহরেজের পাস ডি বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান বেলজিয়ামের ডি ব্রুইনে। ৭৩ মিনিটে বেলজিয়ামের এই মিডফিল্ডারের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই জড়ান বার্নলি ডিফেন্ডার কেভিন লং। ৮৫ মিনিটে স্পট কিকে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জেসুসের বদলি নামা এ্যাগুয়েরো। ডেভিড সিলভা ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে ২৮ গোল করল ম্যানচেস্টার সিটি। বিপরীতে একটি গোলও হজম করেনি দলটি। ম্যাচশেষে স্বাভাবিকভাবেই শিষ্যদের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন সিটি কোচ পেপ গার্ডিওলা। তিনি বলেন, আমরা প্রত্যাশিতভাবেই এগিয়ে চলেছি। ছেলেরা কঠোর পরিশ্রম করছে, যার ফল পাচ্ছে দল। তবে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। কারণ এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে। গত মৌসুমে ইপিএলের শিরোপা পুনরুদ্ধার করলেও এবার সেটা ধরে রাখা সহজ হবে না। বিষয়টি ভালমতোই জানেন গার্ডিওলা। তাইতো তিনি বলেন, আমাদের দলে অনেক ভাল ফুটবলার আছে। তার মানে আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এখানে (ইংল্যান্ড) ট্রফি জয় করা সবসময় কঠিন। বিশেষ করে ইপিএলে। আমাদের এবার ধরে রাখতে হবে। কিন্তু অন্যরাও চাইবে জিততে। এ কারণে পুরো মৌসুমটা নিজেদের ফিট রাখাও জরুরী। আশা করছি সবকিছু ঠিকঠাক হবে। সব ঠিকঠাক রেখেই টানা দ্বিতীয়বার ইপিএলের ট্রফি জিততে চান তারকা এই কোচ। গত মৌসুমের পর এবারও শিরোপা জয় করে প্রিমিয়ার লীগের বিগত ১০ বছরের রেকর্ড ভাঙ্গতে চান তিনি। যদিও স্পেন, জার্মানি, ইতালি এবং ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবগুলো বিগত চার মৌসুম ধরেই পরপর শিরোপা জয় করে চলেছে। বেয়ার্ন মিউনিখ, জুভেন্টাস, বার্সিলোনা এবং প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) মতো ক্লাবগুলো বিগত এক দশক ধরে টানা দুইয়ের অধিক লীগ শিরোপা জয়েরও ধারাবাহিকতায় আছে। কিন্তু ইংল্যান্ডে পরপর শিরোপা জয়ের ইতিহাস খুঁজতে হলে আপনাকে ফিরে যেতে হবে ২০০৮-০৯ মৌসুমে। ওই সময় হ্যাটট্রিক শিরোপা জয় করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এরপর থেকে এখন পর্যন্ত ধারাবাহিক শিরোপা আর নিশ্চিত করতে পারেনি লীগ চ্যাম্পিয়ন হওয়া চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিচেস্টার সিটি। গত মৌসুমে লীগ শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটি কোচ গার্ডিওলা এখন তার শিষ্যদের উজ্জীবিত করছেন ধারবাহিক শিরোপা জয়ের জন্য। এ প্রসঙ্গে গার্ডিওলা বলেন, প্রিমিয়ার লীগে শক্তিশালী বেশ কিছু ক্লাব আছে। তাদের বিপক্ষে সম্মান দেখিয়ে খেলতে হবে। যারা পয়েন্ট টেবিলের নীচের দিকে আছে তাদের রক্ষণও বেশ শক্তিশালী। আমি এ পর্যন্ত যত লীগে কাজ করেছি তার মধ্যে এখানকার লীগ সম্পূর্ণ আলাদা।
×