ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনিয়ম দুর্নীতি পাওয়া গেলে কাউকে ছাড় নয় ॥ দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ১০:১০, ২৮ জানুয়ারি ২০১৯

 অনিয়ম দুর্নীতি পাওয়া  গেলে কাউকে  ছাড় নয় ॥  দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ৬টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে বেশির ভাগ শিক্ষককেই অনুপস্থিত পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রবিবার সকালে তিনি আকস্মিক পরিদর্শনে এসে এ চিত্র দেখতে পান। এতে তিনি অসন্তোষ প্রকাশ করে এ ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দেন। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানিয়ে দেন যে, শিক্ষা, স্বাস্থ্যসহ সরকারী কোন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হবে না।
×