ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওজনে কারচুপির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:০৮, ২৮ জানুয়ারি ২০১৯

 ওজনে কারচুপির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশ্যে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রবিবার রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ লঙ্ঘন করায় এ মামলা করা হয়। বিএসটিআই জানিয়েছে, অভিযুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স সায়হাম সুইটস এ্যান্ড ফুড, মিরপুর রোড, ধানমন্ডি-২৭ এর ওজন পরিমাপক যন্ত্রের ভেরিফিকেশন সনদ নেই, দুই পণ্য পাত্রে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও পণ্যের পরিচিতি উল্লেখ্য না থাকায় এবং মোহাম্মদপুর এলাকার মেসার্স নিউ সিঙ্গাপুর জুয়েলার্স, মেসার্স দি শুভেচ্ছা জুয়েলার্স, মেসার্স মা জুয়েলার্স ওজন পরিমাপে ভরি আনা ব্যবহার করায় ও মেসার্স প্রিয়াঙ্কা ক্লথ স্টোর কাপড় বিক্রয়ে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করার অপরাধে বিএসটিআইয়ের নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক পাঁচটি মামলা করা হয়েছে।
×