ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দার্জিলিংয়ে হাতির আক্রমণে জাসদ নেতা কনকের মৃত্যু

প্রকাশিত: ১০:০৮, ২৮ জানুয়ারি ২০১৯

 দার্জিলিংয়ে হাতির  আক্রমণে জাসদ নেতা কনকের মৃত্যু

বিডিনিউজ ॥ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গণমাধ্যমবিষয়ক সম্পাদক সৈয়দ সাইমুন বিন নূর কনক দার্জিলিংয়ে ডুয়াসের জঙ্গলে বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন। সাবেক ছাত্রনেতা শফী আহমেদ জানান, শুক্রবার বিকেলে ডুয়ার্সে বাতাবেড়ি মূর্তি নদীর কাছে জঙ্গল সাফারি করতে গিয়ে বন্যহাতির আক্রমণের শিকার হন কনক। সাইমুন কনক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডেপুটি কমান্ডার নূরে আলম জিকুর ছেলে। জাসদের সাবেক কার্যকারী সভাপতি জিকু ১৯৮৮ সালের নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কুষ্টিয়া জেলা জাসদের নেতারা জানান, স্ত্রী ও বন্ধুদের নিয়ে দার্জিলিং ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন পঞ্চাশোর্ধ কনক। সেখানে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবিও তিনি ফেসবুকে দিয়েছিলেন। ভারতের নগরকাটা থানার ওসি অসীম মজুমদারের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের বাংলা পত্রিকাগুলোর খবরে বলা হয়, শুক্রবার বন্ধুদের সঙ্গে লাটাগুড়ির জঙ্গলে সাফারিতে যান কনক। সেখান থেকে ফেরার পথে মূর্তি সেতু ও চন্দ্রচূড় নজর মিনারের মাঝে বনের ভেতরে হাতি দেখে তারা গাড়ি থামান। কনক ছবি তোলার জন্য ক্যামেরা হাতে এগিয়ে গেলে আকস্মিকভাবে হাতির আক্রমণের শিকার হন। সঙ্গে থাকা অন্যরা দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে সরে যান। পরে বনকর্মীরা গিয়ে কনকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
×