ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপি-জামায়াতকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জনগণ ॥ শাহরিয়ার আলম

প্রকাশিত: ১০:০৭, ২৮ জানুয়ারি ২০১৯

বিএনপি-জামায়াতকে  ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জনগণ ॥ শাহরিয়ার আলম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে ভোট বিপ্লবের মাধ্যমে রায় দিয়ে বিএনপি-জামায়াতকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে মানুষ। কারণ মানুষ চায় শান্তিতে ঘুমাতে। মানুষ আর সন্ত্রাস, জঙ্গীবাদ চায় না। সন্ত্রাস ও জঙ্গীবাদ বাংলাদেশ থেকে চিরতরে উৎপাটন করতে নৌকায় আবারও ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন এদেশের জনগণ। রবিবার বিকেলে রাজশাহীর চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত একাদশ সংসদ নির্বাচন উত্তর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের বাংলাদেশ। চারদিকে তাকালে শুধু উন্নয়ন আর উন্নয়ন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। সেই আলোকেই বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ^ দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কারণে। মানুষ আজ সচেতন হয়েছে। মানুষ আর কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। মানুষ চায় উন্নয়ন। তাইতো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটের মাধ্যমে আবারও নৌকার বিজয় ঘটিয়েছে এদেশের জনগণ। স্থানীয় নেতাকর্মীদের তিনি বলেন, আপনারা যে ভাবে একাদশ সংসদ নির্বাচনে আমাকে পুনরায় ভোট বিপ্লব ঘটিয়ে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত করেছেন তাতে আমি আপনাদের কাছে ঋণী। আর আজকে দ্বিতীয়বারের মতো পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পেরেছি তাও আপনাদের দোয়া এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। আজকের বিজয় এদেশের ১৬ কোটি মানুষের বিজয়। আর এ বিজয় ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে আবারও বিজয়ী করতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মীকে একাট্টা হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে উন্নয়ন ঘটাতে হলে নৌকা ছাড়া কোন উপায় নেই। তাই নৌকা আজ গণমানুষের প্রতীকে পরিণত হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমদাদুল হক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, যুবলীগের সভাপতি কাজী ম্হমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক নাজমুল আলম, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।
×