ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘উন্নয়ন কার্যক্রম টেকসই করতে গুণগত উৎকর্ষের দিকে গুরুত্ব দিন’

প্রকাশিত: ১০:০৫, ২৮ জানুয়ারি ২০১৯

 ‘উন্নয়ন কার্যক্রম টেকসই  করতে গুণগত উৎকর্ষের দিকে গুরুত্ব দিন’

স্টাফ রিপোর্টার ॥ উন্নয়ন কার্যক্রম টেকসই করতে বিশ্বায়নের এই যুগে উন্নয়ন কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে গুণগত উৎকর্ষ সাধনের দিকে গুরুত্ব দেয়ার কথা বলেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সচিব কামরুন নাহার। তা না হলে উন্নয়ন কার্যক্রম টেকসই হবে না বলে জানান তিনি। রবিবার সকালে রাজধানীর বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থায় জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়িত ‘নগর ভিত্তিক প্রান্তিক মহিলাদের উন্নয়ন সাধন প্রকল্পের’ আয়োজনে ৩ দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসবের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। উন্নয়নের ক্ষেত্রে নারীদের ভূমিকা নিয়েও কথা বলেন সচিব। এ সময় তিনি পরিবারের মধ্যে নারী ও শিশু অধিকার বিষয়ে সচেতনতা ও নারী নির্যাতন বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘সচেতন পরিবার’ নামক প্রকল্প গ্রহণ করার জন্য জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তাদের নির্দেশ দেন।
×