ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব শুরু

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ জানুয়ারি ২০১৯

 ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ রবিবার থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের ৪ ও ৫ নম্বর গ্যালারিতে শুরু ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব। বাংলাদেশসহ সাত দেশের আলোকচিত্রীদের ক্যামেরাবন্দী দুই শতাধিক আলোকচিত্রে সজ্জিত উৎসবটির আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি। উৎসবে জাতীয় চিত্রশালা মিলনায়তন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা ও টিএসসি প্রাঙ্গণে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্র। চারদিনের এ উৎসবের প্রদর্শনীগুলো প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান শোভাযাত্রায় অংশ নেন। পরে সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম প্রদর্শনী ঘুরে দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মিমু দাস বলেন, প্রদর্শনীতে সিঙ্গেল ক্যাটাগরিতে ১১১টি, পোর্টফোলিও ক্যাটাগরিতে ৯৭টি এবং স্টোরি ক্যাটাগরিতে ১৬টি ফটো স্টোরি এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের ৩৪টি আলোকচিত্র ঠাঁই পেয়েছে উৎসবে। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে কানাডা, ইউক্রেন, ফ্রান্স, ভারত, নেদারল্যান্ডস, বসনিয়া ও হার্জেগোভিনার আলোকচিত্র শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, আলোকচিত্র অন্য অনেক শিল্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী। একটি ছবি মানুষকে দারুণভাবে স্পর্শ করে, হৃদয়ে নাড়া দেয়। তাই আলোকচিত্রের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই জীবন ও জগতের নানা কিছু। প্রদর্শনী ঘুরে দেখা যায় যাপিতজীবন ও সময়ের নানা আলোকচিত্র উঠে এসেছে প্রদর্শনীতে। রোহিঙ্গা সমস্যা নিয়ে যেমন আলোকচিত্র রয়েছে, তেমনই রয়েছে সমাজ, রাষ্ট্র, পরিবেশ, প্রকৃতিসহ নানা বিষয়ের আলোকচিত্র। দেয়ালজুড়ে যেমন আছে মানুষের সুখ-দুঃখ ও যাপিতজীবনের গল্প, তেমনি আছে বিদেশের জীবনধারার উপস্থিতিও। এছাড়াও ক্যামেরার ক্লিকে স্থিরচিত্র হয়ে উঠে এসেছে পথের গল্প, নিসর্গ ও প্রকৃতির গল্প কিংবা মৃত্যু ও জীবনের গল্প। রাজধানীর হাজারীবাগে ধুলা ও কুয়াশায় সৃষ্ট রহস্যময় আবহে ছবি তুলেছেন আয়েশা জাহান সারা। তরুণ প্রজন্মের মধ্যে ফটোগ্রাফি ‘ক্রমেই জনপ্রিয়’ হচ্ছে জানিয়ে সারা বলেন, ফটোগ্রাফির প্রতি মানুষের আকর্ষণ তৈরি হচ্ছে। তরুণরা আগ্রহভরে ছবি তুলছে, কেউ শখের বশে, কেউ পেশাদারির সঙ্গে। সব মিলিয়ে তরুণদের মধ্যে আলোকচিত্র নিয়েই তৈরি হচ্ছে নিজস্ব একটা ভাবনার জায়গা।’ উৎসবের দ্বিতীয়দিন আজ সোমবার আলোকচিত্রীদের জন্য থাকছে মিট দ্য জাজ সেশন, আর্টিস্ট টক পর্ব। এছাড়া বক্স ক্যামেরার ফটোগ্রাফি, পোর্টফোলিও রিভিউ এবং আলোকচিত্রের ওপর ডক্যুমেন্টারি ফিল্ম প্রদর্শনীর আয়োজন থাকছে উৎসবে। ৩০ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের অন্যতম পথিকৃত মনজুর আলম বেগকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির পক্ষ থেকে আজীবন সম্মাননা (মরণোত্তর) দেয়া হবে।
×