ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ১১ কোম্পানির লেনদেন

প্রকাশিত: ০৪:১৮, ২৮ জানুয়ারি ২০১৯

 ব্লক মার্কেটে ১১ কোম্পানির লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ১১ কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। জানা গেছে, কোম্পানিগুলোর ২৬ লাখ ৯১ হাজার ১৬৪টি শেয়ার ৩৩ বার হাত বদল হয়েছে। এসব শেয়ারের মূল্য দাঁড়ায় ১৬ কোটি ১১ লাখ ২ হাজার টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৪ কোটি ১০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। এছাড়া ইস্টার্ন হাউসিংয়ের ২৫ লাখ ৬৪ হাজার টাকার, ইনটেকের ৬৬ লাখ ৯০ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৫৭ লাখ টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ১৩ লাখ টাকার, অলিম্পিকের ৪৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×