ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরএকে সিরামিকের টাইলস প্লান্ট আরও ২০ দিন বন্ধ থাকবে

প্রকাশিত: ০৪:১৮, ২৮ জানুয়ারি ২০১৯

 আরএকে সিরামিকের টাইলস প্লান্ট আরও  ২০ দিন বন্ধ থাকবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস বাংলাদেশের ১টি টাইলস প্লান্ট আরও ২০ দিন বন্ধ থাকবে। কোম্পানিটি নির্ধারিত সময়ে টাইলস উৎপাদন প্লান্ট মেশিনের কাজ সম্পন্ন করতে পারেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটি জানায়, তাদের টাইলস উৎপাদন প্লান্টের কাজ সম্পন্ন করতে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে। আর এ সময়ে কোম্পানিটির একটি প্লান্টে টাইলস উৎপাদনের কাজ বন্ধ থাকবে। তবে কোম্পানির অন্য টাইলস এবং স্যানিটারি প্লান্ট স্বাভাবিকভাবে চলবে। এর আগে কোম্পানিটি তাদের ৪টি টাইলস প্লান্টের মধ্যে ১টি প্লান্ট ৪৬ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। টাইলস উৎপাদন প্লান্টে মেশিনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক বন্ধ রাখা ছিল। গত ১১ ডিসেম্বর ২০১৮ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এটি বন্ধের কথা জানিয়েছিল কোম্পানিটি। প্রসঙ্গত, তৃতীয় প্রান্তিকে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৬৯ পয়সা। আর ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,১৮) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.৯৫ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ শেষে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ২৩ পয়সা।
×