ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউল রশিদ উদ্দিনের ১৩০তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৪:১৬, ২৮ জানুয়ারি ২০১৯

 বাউল রশিদ উদ্দিনের ১৩০তম জন্মবার্ষিকী পালিত

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ‘মানুষ ধর মানুষ ভজ, শোন বলিরে পাগল মন’Ñসহ হাজারও গানের স্রষ্টা বাউল সাধক রশিদ উদ্দিনের ১৩০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে বুধবার। এ উপলক্ষে ওইদিন রাতে তার জেলা সদরের বাহিরচাপড়া গ্রামের নিজ বাড়িতে আলোচনা সভা ও বাউল গান অনুষ্ঠিত হয়। বাউল কবি রশিদ উদ্দিন স্মৃতি সংসদ এসব অনুষ্ঠানের আয়োজন করে। রশিদ উদ্দিনের পুত্র আবু আনসার কালা মিয়ার সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাউল রশিদ উদ্দিনের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন রাজুরবাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা ও শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আফম রফিকুল ইসলাম খান আপেল। পরে গভীর রাত পর্যন্ত বাউল গান পরিবেশন করেন বাউল সিরাজ উদ্দিন খান পাঠান, আজাদ মিয়া, বশির সরকার, গোলাম মৌলা, উমেদ আলী, খাদিজা ভান্ডারী, আলমগীর সরকার প্রমুখ।
×