ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নতুন স্টার সিনেপ্লেক্স উদ্বোধন

প্রকাশিত: ০৪:১৪, ২৮ জানুয়ারি ২০১৯

রাজধানীতে নতুন স্টার সিনেপ্লেক্স উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ জমকালো আয়োজনে যাত্রা শুরু করল নতুন স্টার সিনেপ্লেক্স। ধানমন্ডির সীমান্ত সম্ভারের (প্রাক্তন রাইফেলস স্কয়ার) দশম তলায় নির্মিত নতুন এ সিনেপ্লেক্সে ২৬০ আসনের তিনটি হল রয়েছে। এখানে আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত এ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরনের সুবিধা থাকছে। দিনে চারটি করে তিন হলে মোট ১২টি শো চলবে। টুডি সিনেমার টিকিটের মূল্য ৩০০ ও ৩৫০ ও থ্রিডি সিনেমার টিকিটের মূল্য ৪০০ ও ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল, চিত্রনায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী, অভিনেত্রী বিপাশা হায়াত, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, ভাবনা, সোহানা সাবা, নায়ক রোশান, শিমুল খানসহ শোবিজ জগতের নায়ক-নায়িকা, নির্মাতা, কর্পোরেট ব্যক্তিত্ব, সংবাদমাধ্যমকর্মীসহ অন্যান্য অতিথিরা। স্টার সিনেপ্লেক্সের যাত্রা উপলক্ষে কেক কেটেছেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, অবশেষে আমরা রাজধানীর সীমান্ত সম্ভারে নতুন মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করতে পারলাম। এর মধ্য দিয়ে দ্বিতীয় স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হলো। যা আমাদের পথচলায় নতুন মাত্রা যোগ করল। দর্শকদের ভালবাসাই আমাদের এ যাত্রায় অনুপ্রেরণা যুগিয়েছে। আমরা শুরু থেকেই দেশের দর্শকদের সিনেমা দেখার নতুন পরিবেশ উপহার দিতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় এগিয়ে চলছে আমাদের এই প্রংয়াস। দর্শকদের ভালবাসাকে সঙ্গী করে আমরা আরও অনেক দূর যেতে চাই।
×