ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলার বিরোধী নেতাকে স্বীকৃতি দিন

প্রকাশিত: ০৪:১২, ২৮ জানুয়ারি ২০১৯

 ভেনিজুয়েলার বিরোধী নেতাকে স্বীকৃতি দিন

যুক্তরাষ্ট্র শনিবার ভেনিজুয়েলায় স্বাধীন শক্তির পাশে দাঁড়ানোর জন্য সকল রাষ্ট্রের প্রতি জোর আহ্বান জানিয়েছে। ইউরোপীয় দেশগুলো মাদুরোর বিরুদ্ধে কঠিন মনোভাব গ্রহণ করায় যুক্তরাষ্ট্র এ অবস্থান গ্রহণে উৎসাহিত হয়েছে। অন্যদিকে, রাশিয়া সমর্থন ব্যক্ত করেছে নিকোলাস মাদুরোর প্রতি। খবর এএফপির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিশেষ অধিবেশনে বিরোধী নেতা হুয়ান গুয়েইদোর পক্ষে দৃঢ় ও স্পষ্ট সমর্থন ব্যক্ত করেছেন। তিনি নিরাপত্তা পরিষদে ভেনিজুয়েলার অর্থনীতি ভেঙ্গে পড়ার জন্য দায়ী এক অবৈধ মাফিয়া পরিস্থিতির অংশ হিসেবে মাদুরোকে অভিহিত করেন। মৌলিক খাদ্য ও ওষুধের অভাবে ২০ লাখের বেশি মানুষ দেশ ত্যাগ করেছে এবং এ সঙ্কটের প্রতিবাদে চরম বিক্ষোভ দেখা দেয়ায় এ পরিস্থিতিতে পম্পেও অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বিরোধী দলীয় নেতা ও হুয়ান গুয়েইদোকে স্বীকৃতি প্রদানে যুক্তরাষ্ট্রকে অনুসরণের জন্য সকল রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্য প্রতিটি রাষ্ট্রের জন্য এখন সময় এসেছে একটি পক্ষে অবস্থান নেয়ার জন্য। প্রত্যেককে অবস্থান নিতে হবে স্বাধীনতার পক্ষে অথবা মাদুরো ও তার বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের লিগের পক্ষে।
×