ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষ ॥ প্যারিসে গ্রেফতার ২২৩

প্রকাশিত: ০৪:১০, ২৮ জানুয়ারি ২০১৯

  ফ্রান্সজুড়ে বিক্ষোভ,  সংঘর্ষ ॥ প্যারিসে  গ্রেফতার ২২৩

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার ইয়েলো ভেস্ট বিক্ষোভকারী আবারও রাস্তায় নেমেছে। কয়েকটি জায়গায় আন্দোলনরত বিক্ষোভকারীদের উৎখাত করতে গিয়ে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এএফপি। প্যারিসের প্যালেস ডি লা বাস্তিল এলাকায় বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কাদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। বাস্তিল এলাকাটিতে বিক্ষোভকারীরা নিয়মিত প্রতিবাদ-সমাবেশ করে যাচ্ছে। ওই এলাকার কিছু বিক্ষোভকারী একটি নির্মাণাধীন ভবনের কাছে থাকা পাথর ছুড়ে মারে পুলিশের দিকে। স্থানীয় কর্মকর্তা জানান, প্যারিস থেকে ২২৩ জনকে আটক করা হয়েছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে, ফ্রান্সজুড়ে চলা ১১ সপ্তাহের বিক্ষোভে এখনও পর্যন্ত ৬৯ হাজার প্রতিবাদকারীকে আটক করা হয়েছে। নবেম্বরের মাঝামাঝি সময়ে ম্যাক্রোঁর অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করে যাচ্ছে প্রতিবাদকারীরা। তারপর থেকে বিক্ষোভ বিস্তৃত হয়। প্যারিস ও অন্যান্য শহরে ইয়েলো ভেস্ট আন্দোলন রাতের বেলায়ও অব্যাহত রাখতে আহ্বান জানানো হয়েছে। পুলিশ দ্রুতই রাজধানীর প্রতীক রিপাবলিক স্কয়ার এলাকা থেকে লোকজনকে সরিয়ে দিতে এবং বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেডের পাশাপাশি কাদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে বলে এএফপির এক সাংবাদিক জানান। স্থানীয় এক কর্মকর্তা বিবৃতিতে জানিয়েছেন, সংঘর্ষ পশ্চিমাঞ্চলীয় ফ্রান্সের নানতে ও দক্ষিণাঞ্চলীয় শহর মনতেপিলি এলাকায় ছড়িয়ে পড়ে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন।
×