ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কমেডি আওয়ারে নিথর মাহবুব

প্রকাশিত: ০৬:৫৭, ২৭ জানুয়ারি ২০১৯

কমেডি আওয়ারে নিথর মাহবুব

সংস্কৃতি ডেস্ক ॥ এটিএন বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ক্যানকা কমেডি আওয়ার’। ঘণ্টাকালব্যাপী শুধুই কমেডি আর হাসি-আনন্দের এই অনুষ্ঠানে থাকে চুটকি, কৌতুক নকশা, মজার আড্ডা, প্যারোডি গান, নাচ, মিমিক্রি, ম্যাজিক, ফানি ভিডিওসহ নানা মজার আয়োজন। তবে এই অনুষ্ঠানে এবারই প্রথম যুক্ত হয়েছে মূকাভিনয়। আর মূকাভিনয় পরিবেশন করবেন সাংবাদিক এবং মূকাকু খ্যাত অভিনেতা নিথর মাহবুব। সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাঈদ তারেকের পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনায় এই বিশেষ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আশিক চৌধুরী ও ডাঃ তাসনিয়া মেহজাবিন জেরিন। এটিএন বাংলার কারিগরি সহযোগিতায় স্টার এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল প্রযোজিত এবং ‘সাঈদ তারেক প্রডাকশন্সের ব্যানারে নির্মিত ‘ক্যানকা কমেডি আওয়ার’ এটিএন বাংলার একটি নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান। দীর্ঘদিন যাবত এটি ব্র্যান্ডিং করছে এবি গ্রুপ। অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় প্রচার হয়। নিথর মাহবুব বলেন, জনপ্রিয় অনুষ্ঠানে কমেডি আওয়ারে অংশগ্রহণ করতে পেরে ভাল লাগছে। এক সঙ্গে দুই পর্বের কাজ করেছিলাম। দর্শক গ্রহণ করলে সামনে কমেডি আওয়ারে আরও কাজ হবে আশা করছি। টিভি অনুষ্ঠানগুলো এখন মূকাভিনয়ের প্রতি আগ্রহী হয়ে উঠছে। এটা মূকাভিনয়ের জন্য খুবই পজেটিভ দিক। দুরন্ত টিভির দুরন্ত সময় অনুষ্ঠানে মূকাকু চরিত্রটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যেখানে যাই সেখানেই সবাই এখন মূকাকু বলে ডাকছে। মূকাকুর কল্যাণে এখন টিভিতে ও বিজ্ঞাপনে মূকাভিনয়ের চাহিদা তৈরি হচ্ছে। এদিকে দুরন্ত টিভিতে বর্তমানে নিয়মিত প্রচার হচ্ছে নিথর মাহবুব অভিনীত অনুষ্ঠান ‘দুরন্ত সময়’, এখানে মূকাকু চরিত্রে আছেন নিথর। বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’, ফেব্রুয়ারি মাসের প্রথমদিন থেকে প্রচার শুরু হবে নিথর মাহবুব অভিনীত বাংলা শব্দের ওপর নির্মিত কোকাকোলার প্রচারণামূলক একটি কাজ। এখানে মূকাভিনয় শিল্পী হিসেবেই দেখা যাবে নিথর মাহবুবকে। এছাড়া সম্প্রতি উত্তরায় নতুন একটি বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন।
×