ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:৫৪, ২৭ জানুয়ারি ২০১৯

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্যই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মটিতে টেস্ট-ওয়ানডে দুই সিরিজ জিতে ইতিহাস গড়ে বিরাট কোহলির ভারত। সেটি দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়েছিলেন চম্পাকা রমানায়েকে। তবে মাঠের ক্রিকেটে বাস্তবতা টের পেলেন শ্রীলঙ্কান বোলিং কোচ। ব্রিসবেন টেস্টে তিনদিনেই সফরকারীদের হার ইনিংস ও ৪০ রানের বড় ব্যবধানে। ১৪৪ ও ১৩৯ রানে অলআউট দীনেশ চান্দিমালের দল। আর স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের একমাত্র ইনিংসে করেছিল ৩২৩। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা পেসার প্যাট কামিন্স। গত বছর কেপটাউনে বহুল আলোচিত বল টেম্পারিং ইস্যুতে বেসামাল অসি ক্রিকেটে এ জয় এলো অনেকটা স্বস্তির বাতাবরণ নিয়ে। দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গল টিম পেইনের দল। ক্যানবেরায় শুক্রবার শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে তৃতীয়দিন শনিবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক কামিন্স। ২৫ বছর বয়সী ফাস্ট বোলারের এটি ক্যারিয়ারসেরা বোলিং। প্রথম ইনিংসেও কামিন্স নিয়েছিলেন ৪ উইকেট। ম্যাচে ৬২ রানে ১০ উইকেট তার ক্যারিয়ার সেরা ম্যাচ ফিগারও। ডে-নাইট কোন টেস্টে এক ম্যাচে এটাই সেরা বোলিংয়ের রেকর্ড। তিন বছর আগে পাকিস্তানের বিপক্ষে দেবেন্দ্র বিশুর ১৭৪ রানে ১০ উইকেট ছিল আগের সেরা। আগেরদিনের শেষ বলে দিমুথ করুনারত্নেকে ফিরিয়েছিলেন কামিন্স। এদিন সকালেই দুর্দান্ত এক স্পেলে ফেরান দীনেশ চান্দিমাল, রোশেন সিলভা ও কুসল মেন্ডিসকে। এরপর আর লড়াইটুকুও করতে পারেনি লঙ্কানরা। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ১৪৪/১০ (৫৬.৪ ওভার; করুনারত্নে ২৪, থিরিমান্নে ১২, চান্দিমাল ৫, মেন্ডিস ৯, সিলভা ১৪, ডি সিলভা ৫, দিকওয়েলা ৬৪, পেরেরা ১, লাকমল ৭, চামিরা ০, কুমারা ০*; স্টার্ক ২/৪১, রিচার্ডসন ৩/২৬, কামিন্স ৪/৩৯, লেয়ন ১/৩৮) ও দ্বিতীয় ইনিংস- ১৩৯/১০ (৫০.৫ ওভার; করুনারতেœ ৩, থিরিমান্নে ৩২, চান্দিমাল ০, কুসল ১, রোশেন ৩, ধনঞ্জয়া ১৪, ডিকওয়েলা ২৪, দিলরুয়ান ৯, লাকমল ২৪, চামিরা ৫, কুমারা (আহত অনুপস্থিত); স্টার্ক ০/৫৭, রিচার্ডসন ২/১৯, লেয়ন ১/১৭, কামিন্স ৬/২৩)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৩২৩/১০ (১০৬.২ ওভার; হ্যারিস ৪০, বার্নস ১৫, খাজা ১১, হ্যারিস ৪৪, লেয়ন ১, লাবুশেন ৮১, হেড ৮৪, প্যাটারসন ৩০, পেইন ০, কামিন্স ০, স্টার্ক ২৬*, রিচার্ডসন ১; লাকমল ৫/৭৫, কুমারা ১/৩৭, চামিরা ১/৬৮, দিলরুয়ান ২/৮৪, ধনঞ্জয়া ১/২২, করুনারত্নে ০/১৪)। ফল ॥ অস্ট্রেলিয়া ইনিংস ও ৪০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ দুই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।
×