ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় এ্যাথলেটিক্সে সেনাবাহিনী সেরা

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ জানুয়ারি ২০১৯

জাতীয় এ্যাথলেটিক্সে সেনাবাহিনী সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পর্দা নামলো শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই আসরে ৪টি রেকর্ড হয়েছে। শেষদিনে হয় ১টি। মহিলাদের ২০০ মিটার দৌড় ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর সোহাগী আক্তার নতুন জাতীয় রেকর্ড গড়েন ২৫.০৬ সেকেন্ড সময় নিয়ে। ভেঙ্গে দেন ২০১৩ সালে জাকিয়া সুলতানার ২৫.১৩ সেকেন্ড টাইমিং। ১৬ সোনা, ১৩ রূপা ও ১৭ তাম্রসহ ৪৬ পদক নিয়ে দলীয়ভাবে সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় হওয়া নৌবাহিনী পেয়েছে ১৫ সোনা, ২১ রূপা ও ৯ তাম্রসহ ৪৫ পদক। ২ স্বর্ণ, ১ রৌপ্য এবং ৪ তাম্রসহ মোট ৭টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ জেল। এই আসরে ৪টি নতুন জাতীয় রেকর্ডের মধ্যেই ৩টিই নৌবাহিনীর অর্জন (১০০ মিটার পুরুষ, শটপুট পুরুষ ও ২০০ মিটার মহিলা)। আর ১টি বিকেএসপির (৪০০ মিটার ইভেন্টে)। তিনদিনব্যাপী প্রতিযোগিতায় ৩৬ ইভেন্টের জন্য ৪৯ দলের ৪২২ এ্যাথলেট অংশ নেন (৩১৯ পুরুষ ও ১০৩ মহিলা)। আসরের সেরা পুরুষ এ্যাথলেট হয়েছেন বিকেএসপির জহির রায়হান। তিনি ১টি রেকর্ডসহ ২টি স্বর্ণপদক জেতেন। আর সেরা নারী এ্যাথলেট হন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আক্তার (৪টি স্বর্ণপদক)। সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে স্বর্ণ জেতেন ছেলেদের ২০ কিলোমিটার হাঁটায় সেনাবাহিনীর রহিম উদ্দিন (১ ঘণ্টা ৪২ মিনিট ৭.৯৬ সেকেন্ড), পোল ভোল্টে নৌবাহিনীর সাইফুল ইসলাম (৩.৯৫ মিটার), ৪০০ মিটার হার্ডলসে নৌবাহিনীর ইবাদ আলী (৫৫.৩৩ সেকেন্ড), ট্রিপল জাম্পে সেনাবাহিনীর সোহেল রানা (১৪.৭২ মিটার) ও চাকতি নিক্ষেপে সেনাবাহিনীর মামুন শিকদার (৪৩.৪৪ মিটার) ও ১০০০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর আল-আমিন, ছেলেদের ৮০০ মিটারে সেনাবাহিনীর কামরুল হাসান (১ মিনিট ৫৪.৬০ সেকেন্ড), মেয়েদের বিভাগে একই দলের সুমি আক্তার (২ মিনিট ২৫.২০ সেকেন্ড), মেয়েদের চাকতি নিক্ষেপে নৌবাহিনীর জাকিয়া আক্তার (৩৮.৮৭ মিটার), পুরুষদের ৪০০ মিটার রিলেতে সেনাবাহিনীর তালেব-মাসুদ-মিনহাজ-সবুজ (৩ মিনিট ১৭.২০ সেকেন্ড)।
×