ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডেও ছুটছে কোহলিদের জয়রথ

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ জানুয়ারি ২০১৯

নিউজিল্যান্ডেও ছুটছে কোহলিদের জয়রথ

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলিদের জয়রথ ছুটছেই। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট-ওয়ানডে দুই সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করা ভারত নিউজিল্যান্ডেও পেল টানা দ্বিতীয় সাফল্য। বে ওভালে (মাউন্ট ম্যাঙ্গানিউ) দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের হারাল ৯০ রানের বড় ব্যবধানে। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-০তে। কোন সেঞ্চুরি ছাড়াই সমন্বিত নৈপুণ্যে ৫০ ওভারে ৪ উইকেটে ৩২৪ রানের বড় স্কোর গড়ে সফরকারীরা। জবাবে ৪০ ওভার ২ বল খেলে ২৩৪ রানে অলআউট হয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। লেগস্পিনার কুলদীপ যাদব নেন ৪ উইকেট। তবে ৯৬ বলে ৮৭ রানের কার্যকর ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সোমবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ধাওয়ান ও রোহিত পাত্তাই দেননি কিউইদের পেস আক্রমণ। শুরু থেকেই দারুণ খেলে এগিয়ে যান দু’জন। ৫৩ বলে ফিফটি করেন ধাওয়ান, ৬২ বলে রোহিত। ২৫ ওভারের আগেই ভারত স্পর্শ করেন দেড় শ’ রান। জুটি ভাঙ্গে ধাওয়ানের বিদায়ে। ৬৭ বলে ৬৬ রান করা বাঁহাতি ব্যাটসম্যানকে ফেরান ট্রেন্ট বোল্ট। রোহিত এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু লকি ফার্গুসনের শর্ট বলে নিজের প্রিয় পুল শটে সীমানায় ধরা পড়েন এই ওপেনার। ৯ চার ও ৩ ছক্কায় ৯৬ বলে করেছেন ৮৭। ওপেনিং জুটিতেই ১৫৪ রান তোলেন রোহিত ও ধাওয়ান। এর মধ্য দিয়ে তারা পেছনে ফেললেন শচীন টেন্ডুলকর-বীরেন্দর শেবাগের শতরানের জুটির কীর্তিকে। ওয়ানডেতে ১৩ বার শতরানের জুটি গড়েছেন সাবেক দুই কিংবদন্তি। রোহিত-ধাওয়ান আজ তুলে নিয়েছেন নিজেদের ১৪তম শতরানের জুটি। থিতু হয়ে গিয়েছিলেন কোহলিও। কিন্তু অধিনায়কও তার ইনিংস বড় করতে পারেননি। ৪৫ বলে ৪৩ করে তিনি ফিরেছেন শর্ট বলে। চারে নেমে আম্বাতি রাইডু করেন ৪৯ বলে ৪৭। এই সময়ে একটু কমে গিয়েছিল রানের গতি। কেদার যাদব করেন ১০ বলে অপরাজিত ২২। এদিন নিজের ৩৩৪ ওয়ানডে খেলেন মহেন্দ্র সিং ধোনি মাত্র ৩৩ বলে করেন অপরাজিত ৪৮। সফরকারীরা পেরিয়ে যায় ৩২০। ভারতের হয়ে ধোনির চেয়ে বেশি ওয়ানডে খেলেছেন কেবল দুই গ্রেট শচীন টেন্ডুলকর (৪৬৩) ও রাহুল দ্রাবিড় (৩৪০)। রান তাড়ায় নিউজিল্যান্ড বড় ভরসা মার্টিন গাপটিলকে হারায় শুরুতে। কলিন মানরো ও কেন উইলিয়ামসন ধরে রেখেছিলেন রানের গতি। কিন্তু উইকেটে থাকতে পারেননি লম্বা সময়। ব্যক্তিগত ৩১ রানে ফেরেন ওপেনার মানরো, ১১ বলে ২০ উইলিয়ামসন। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি রস টেইলর, টম লাথাম ও হেনরি নিকোলস। স্বাগতিকরা দেড় শ’র আগেই হারিয়ে ফেলে ৬ উইকেট। আটে নেমে ঝড়ো হাফ সেঞ্চুরিতে ডগ ব্রেসওয়েল (৪৬ বলে ৫৭ রান) হারের ব্যবধান কিছুটা কমিয়েছেন মাত্র। স্কোর ॥ ভারত- ৩২৪/৪ (৫০ ওভারে; রোহিত ৮৭, ধাওয়ান ৬৬, কোহলি ৪৩, রাইডু ৪৭, ধোনি ৪৮*, কেদার ২২*; বোল্ট ২/৬১, ফার্গুসন ২/৮১। নিউজিল্যান্ড- ২৩৪/১০ (৪০.২ ওভার; গাপটিল ১৫, মানরো ৩১, উইলিয়ামসন ২০, টেইলর ২২, ল্যাথাম ৩৪, নিকোলস ২৮, ব্রেসওয়েল ৫৭, ফার্গুসন ১২, বোল্ট ১০*; ভুবেনশ্বর ২/৪২, শামি ১/৪৩, চাহাল ২/৫২, কেদার ১/৩৫, কুলদীপ ৪/৪৫)। ফল ॥ ভারত ৯০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ রোহিত শর্মা (ভারত)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডেতে ভারত ২-০তে এগিয়ে।
×