ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি-জামায়াত শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ॥ জাহিদ মালেক

প্রকাশিত: ০৬:৩৭, ২৭ জানুয়ারি ২০১৯

বিএনপি-জামায়াত শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ॥ জাহিদ মালেক

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৬ জানুয়ারি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনার প্রতি আস্থা রেখে সারাদেশের মানুষ বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেছেন। বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে, কিন্তু বিএনপি-জামায়াত জোট নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নানা কৌশল অবলম্বন করছে। তারা দেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের কাজই হলো যত ভাল কাজই করুক না কেন, অন্যের সমালোচনা করা। বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে আরও উন্নয়নের পাশাপাশি দেশকে দুর্নীতিমুক্ত করা। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেককে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের দেয়া এক সংবর্ধনা সভায় মন্ত্রী এসব কথা বলেন । নয়া নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরীর দায়িত্বভার গ্রহণ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নৌবাহিনীর নতুন প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। তিনি শনিবার এডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। আওরঙ্গজেব চৌধুরীকে উপকূল রক্ষাবাহিনী কোস্টগার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২০ জানুয়ারি তাকে এক বছর ছয় মাসের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। নৌ সদর দফতরে কমান্ড হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন আওরঙ্গজেব চৌধুরী। এ সময় নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আঞ্চলিক কমান্ডারসহ উর্ধতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর ফেনীর ছাগলনাইয়ায় জন্ম নেয়া আওরঙ্গজেব চৌধুরী ১৯৭৮ বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। -আইএসপিআর
×