ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পটিয়ায় দোকান ভেঙ্গে কাজ করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

প্রকাশিত: ০৫:৫৮, ২৭ জানুয়ারি ২০১৯

পটিয়ায় দোকান ভেঙ্গে কাজ করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ২৬ জানুয়ারি ॥ আদালতের নির্দেশ অমান্য করে চট্টগ্রামের পটিয়ায় দোকান ঘর ভেঙ্গে কাজ করা নিয়ে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। চট্টগ্রাম জেলা জজ আদালতে বিচারাধীন একটি মামলার নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ শনিবার সকাল থেকে কাজ শুরু করেছেন। পটিয়া থানার ১শ’ গজের ব্যবধানে দু’টি পক্ষের মধ্যে এই উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বিরোধীয় দুই শতক জায়গা নিয়ে বর্তমানে জেলা জজ আদালতে মিছ আপীল মামলা বিচারাধীন। (মামলা নং-০৭/১৯) স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পৌর সদরের পটিয়া থানার ১শ’ গজের ব্যবধানে রয়েছে ঠিকাদার জাহাঙ্গীর আলমের একটি বিল্ডিং। ওই বিল্ডিং এর দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আইয়ুব আলী নামের অপর ব্যক্তির সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। ঠিকাদার জাহাঙ্গীর আলম বিরোধীয় জায়গায় নিষেধাজ্ঞা চেয়ে সিনিয়র জজ ১ম আদালত পটিয়ায় একটি মামলা করেন। (মামলা নং-৩৩৭/১৬।) বিচারক নিষেধাজ্ঞা খারিজ করায় ঠিকাদার জাহাঙ্গীর পুনরায় জেলা জজ আদালতে আপীল মিছ মামলা করেন। ওই মামলায় নি¤œ আদালতের আদেশ খারিজ করে নিষেধাজ্ঞার আদেশ বহাল রাখলেও প্রতিপক্ষ পৌরসভার অনুমতি ছাড়া শনিবার সকাল থেকে কাজ শুরু করেন। আগামী মার্চ মাসের ১৮ তারিখ মামলার দিন ধার্য রয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে দোকান ঘর ভেঙ্গে কাজ শুরু করায় ঠিকাদার জাহাঙ্গীর আলমের পক্ষে ম্যানেজার মোহাম্মদ মফিজ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। মফিজ অভিযোগ করেন, প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তার মালিকের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। আদালতের নির্দেশ অমান্য করে কাজ করায় পটিয়া থানায় একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক কাজ করা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
×