ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর অঞ্চলে প্রধান সহকারী পদে নিয়োগ বন্ধে ট্রাইব্যুনালে মামলা

প্রকাশিত: ০৫:৫৮, ২৭ জানুয়ারি ২০১৯

কর অঞ্চলে প্রধান সহকারী পদে নিয়োগ বন্ধে ট্রাইব্যুনালে মামলা

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল ও রংপুর কর অঞ্চলে প্রধান সহকারী পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর তা বন্ধ চেয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করেছেন পদোন্নতিপ্রাপ্ত যোগ্য কর্মচারীরা। আদালত প্রধান সহকারী পদে নিয়োগ কেন অবৈধ হবে না মর্মে পনেরো দিনের মধ্যে কর অঞ্চল বরিশাল ও সংশ্লিষ্ট দফতরের কাছে জবাব চেয়েছে। বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়িজ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুবেল দর্জি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরিশাল ও রংপুর কর অঞ্চলে প্রধান সহকারী পদে নিয়োগ বাতিলের জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এ কর্মচারীদের পক্ষে ০৭/২০১৯ মামলাটি দায়ের হয়েছে। গত ১৬ জানুয়ারি বিচারপতি মোঃ ইসরাইল হোসেন এক আদেশে প্রধান সহকারী পদে নিয়োগ কেন অবৈধ হবে না মর্মে পনেরো দিনের মধ্যে কর অঞ্চল বরিশাল ও সংশ্লিষ্ট দফতরের কাছে জবাব চেয়েছে। বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়িজ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম আকাশ বলছেন, পদটি শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য এ জন্য পদবঞ্চিত কর্মচারীদের মধ্যে এ নিয়ে রীতিমতো অসন্তোষ বিরাজ করছে। বিজ্ঞপ্তিটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট সকল দফতরে চিঠি দেয়া হলেও তা এখনও সংশোধন করা হয়নি। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
×