ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিটলারের আঁকা ছবির নিলাম স্থগিত

প্রকাশিত: ০৫:৫৭, ২৭ জানুয়ারি ২০১৯

হিটলারের আঁকা ছবির নিলাম স্থগিত

সাবেক জার্মান চ্যান্সেলর এ্যাডলফ হিটলারের আঁকা তিনটি ছবির নিলাম বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ। বার্লিনের প্রখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্লোস সম্প্রতি অনলাইনে হিটলারের আঁকা তিনটি জলরং ছবির নিলামের খবর প্রকাশের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে ছবিগুলো কেনার অভিপ্রায় ব্যক্ত করে। ছবি তিনটি হিটলার ১৯১০ ও ১৯১১ সালে এঁকেছিলেন। ছবিগুলোতে প্রাকৃতিক ভূদৃশ্যের ছবি ফুটে উঠেছে। ছবিগুলোর নাম ছিল ‘এ্যালপাইন ল্যান্ডস্কেপ’, ‘নিদারথাল’ ও ‘ভেন্ট’। তিনটি ছবিই ছিল ওই অঞ্চলগুলোর প্রাকৃতিক সৌন্দর্য অবলম্বনে চিত্রিত। নিলামে প্রতিটি ছবির প্রাথমিক দাম ধরা হয়েছিল চার হাজার ইউরো করে। তবে নিলাম ঘোষণার পর থেকে ছবিগুলো আসলেই হিটলারের আঁকা কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। নিলামের আগেই বার্লিনের অপরাধ বিষয়ক তদন্তকারীরা বিচার বিভাগীয় অনুসন্ধানের জন্য ছবিগুলো জব্দের আবেদন করে। আদালত ছবিগুলো জব্দের পক্ষে মত দিলে পুলিশ নিলামের আগে শুক্রবার বার্লিনের পাঙ্কোভ এলাকায় অবস্থিত নিলাম প্রতিষ্ঠান থেকে ছবিগুলো জব্দ করে। একজন ব্যক্তি ছবিগুলো আদতে হিটলারের আঁকা কি না, তা নিয়ে পুলিশি তদন্তের আবেদন করে। এর প্রেক্ষিতে পুলিশ নিলামের একদিন আগেই তা জব্দ করে। পরে ছবি তিনটির নিলাম স্থগিত করা হয়।-টেলিগ্রাফ অনলাইন অবলম্বনে।
×