ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্থগিত গাইবান্ধা-৩ আসনে আজ নির্বাচন

প্রকাশিত: ০৫:৫৬, ২৭ জানুয়ারি ২০১৯

স্থগিত গাইবান্ধা-৩ আসনে আজ নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ জানুয়ারি ॥ স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর মারা যান। ফলে নির্বাচন কমিশন এ আসনের নির্বাচন স্থগিত করে গত ২৩ ডিসেম্বর পুনঃ তফসিল ঘোষণা দেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ভোট গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সাদুল্যাপুরের ১১টি ও পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৩ আসন। মোট ভোট কেন্দ্র ১৩২টি। এজন্য ১৩২ প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮৬ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৫৭২ পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৪৬ এবং মহিলা ২ লাখ ১১ হাজার ১০৮ জন। এ উপলক্ষে ওই দিন নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার সকল ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এই দুই উপজেলার সকল সরকারী, বেসরকারী অফিস-আদালত, স্কুল- কলেজ-মাদ্রাসাও বন্ধ থাকবে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, নির্বাচনের দিন দুই উপজেলায় ২ হাজার ৫ শ’ পুলিশ, বিজিবি ২০ প্লাটুন, র‌্যাব ২০ প্লাটুন ও ১ হাজার ৫ শ’ ৮৪ আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রসঙ্গত, দ্বিতীয় দফায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন গত ১০ জানুয়ারি ভোট কারচুপি ও অনিয়মের আশঙ্কায় সাদিকসহ বাসদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন পাঁচ প্রার্থী। তারা হলো মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী ডাঃ ইউনুস আলী সরকার (নৌকা), জাপা (এ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল) ও জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোঃ জাহিদ (সিংহ)।
×