ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিলেটের সহজ ও রাজশাহীর কষ্টার্জিত জয়

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ জানুয়ারি ২০১৯

সিলেটের সহজ ও রাজশাহীর কষ্টার্জিত জয়

রুমেল খান ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটে শনিবারের খেলায় সহজ জয় কুড়িয়ে নিয়েছে সিলেট সিক্সার্স এবং বিস্তর ঘাম ঝরিয়ে জিতেছে রাজশাহী কিংস। দুটি খেলাই অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দিনের প্রথম খেলায় খুলনা টাইটান্সকে ৫৮ রানে হারায় সিলেট সিক্সার্স। দ্বিতীয় ও রাতের খেলায় ১৩ রানে চিটাগং ভাইকিংসকে হারায় রাজশাহী কিংস। টানা তিন ম্যাচ হারার পর এটি সিলেটের টানা দ্বিতীয় জয়। পক্ষান্তরে টানা দুই ম্যাচ হারার পর আবারও জয়ের ধারায় ফিরলো রাজশাহী কিংস। তবে হারার পরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এখনও ধরে রেখেছে চিটাগং ভাইকিংস। আর রাজশাহী আছে সাত দলের মধ্যে পঞ্চম অবস্থানে। প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তারা সংগ্রহ করে ১৯৫ রান। দলের পক্ষে কেউই হাফ সেঞ্চুরিও করতে পারেননি! চল্লিশোর্ধ ইনিংস দুটি। একটি ওপেনার আফিফ হোসেন (৪৯) এবং অপরটি মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানের (*৪৪)। এছাড়া মোহাম্মদ নওয়াজ (*৩৯) এবং উইকেটরক্ষক-ওপেনার লিটন দাসের (৩৪) সংগ্রহও ছিল উল্লেখযোগ্য। খুলনার সবচেয়ে সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম (৩/৩০)। এছাড়া জুনায়েদ খান পান ১টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে খুলনা ১৮.১ ওভারে ১৩৭ রানেই অলআউট হয়ে যায়। ওপেনার-উইকেটকিপার ব্রেন্ডন টেলর সর্বাধিক রান সংগ্রাহক (৩৪) হন। এছাড়া আরিফুল হক (২৪), জুনায়েদ সিদ্দিকী (২০), আল আমিন (১৬) এবং অধিনায়ক মাহমুদুল্লাহ (১১) অনেক চেষ্টা করেও দলের রান বাড়াতে পারেননি। এক্ষেত্রে বাগড়া দেন সিলেটের বোলাররা। নাবিল সামসাদ (৩/২০), তাসকিন আহমেদ (২/৬), সোহেল তানভীর (১/১৬), অলক কাপালী (১/২৫), এবাদত হোসেন (১/৩৩) এবং মোহাম্মদ নওয়াজ (১/৩৪) প্রত্যেকেই উইকেট শিকার করেন। একটি হয় রান আউট। ৫৮ রানের জয় পায় সিলেট। দ্বিতীয় ম্যাচে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে রাজশাহী। দলের পক্ষে একটি হাফ সেঞ্চুরিটি করেন ওপেনার-উইকেটকিপার জনসন চার্লস (৫৫)। এছাড়া উল্লেখযোগ্য রান করেন ক্রিস্টিয়ান জঙ্কার (৩৭), লরি ইভান্স (৩৬), রায়ান টেন ডেসকোট (২৭) এবং সৌম্য সরকার (২৬)। চিটাগংয়ের বোলারদের মধ্যে উইকেট পান খালেদ আহমেদ (২/৩২), আবু জায়েদ (১/২৪) এবং কারমেন ডেলপোর্ট (১/৩৫)। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানের বেশি করতে পারেনি চিটাগং ভাইকিংস। ফলে হেরে যায় মাত্র ৭ রানে। বিজিত দলের টপ স্কোরার ইয়াসির আলীর (৫৮) অর্ধশত বিফলে যায়। বিফলে যায় অন্য উইলোবাজদের প্রাণান্ত প্রচেষ্টাও (মোহাম্মদ শাহজাদ ৪৯, সিকান্দার রাজা ২৯, মুশফিকুর রহীম ২২ এবং নাজিবুল্লাহ জাদরান ১১ রান)। রাজশাহীর মোস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে সফল বোলার (৩/২৮)। এছাড়া ২টি করে উইকেট পান কামরুল ইসলাম এবং মেহেদী হাসান। অপর উইকেটটি পান আরাফাত সানি।
×