ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৪৮ মাদক বিক্রেতার আত্মসমর্পণ

প্রকাশিত: ০৪:১৯, ২৭ জানুয়ারি ২০১৯

৪৮ মাদক বিক্রেতার আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৬ জানুয়ারি ॥ মাদক, নারী-নির্যাতন, ইভটিজিং ও জঙ্গীবাদ প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির পিপিএম। সমাবেশে চাঁদপুর সদরের ৪৮ জন মাদকসেবী ও মাদক বিক্রেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ সময় পুলিশ প্রশাসন ও রাজনীতিবিদরা আত্মসমর্পণকারীদের কর্মমুখী করে তুলতে সহায়তার আশ^াস দেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ। প্রজাতন্ত্র দিবস উদযাপন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় মহানগরীর উপশহরে থাকা সহকারী হাইকমিশনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ও হেড অব দি চ্যান্সরী অজয় কুমার মিশ্র। এ সময় ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে ভারত সরকারের পক্ষে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাজশাহীস্থ সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি অজয় কুমার মিশ্র। সহকারী হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে কমিশনের পক্ষে নৈশভোজ অনুষ্ঠিত হয়।
×