ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোর জেলা পরিষদ ভবন রক্ষার দাবি

প্রকাশিত: ০৪:১২, ২৭ জানুয়ারি ২০১৯

যশোর জেলা পরিষদ ভবন রক্ষার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলাপরিষদ ভবন রক্ষার দাবিতে শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত হলো মানববন্ধন। ‘যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রুকুনউদদৌলার সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ নেতা অশোক রায়, সিপিবি নেতা এ্যাডভোকেট আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির জিল্লুর রহমান ভিটু, কমিউনিস্ট লীগের তসলিম আহম্মদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল প্রমুখ। আন্দোলন কমিটির সদস্য সচিব এ্যাড. মাহমুদ হাসান বুলু পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন। বক্তারা অবিলম্বে জেলাপরিষদ ভবন ভাঙ্গার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, শত বছরের অধিক ধরে জেলা পরিষদের ভবন যশোরের একটি ঐতিহ্য বহন করে চলেছে। অনেক জেলায় এমন ভবন নেই। গুটিকয়েক লোক এই ভবন ভেঙ্গে বহুতল ভবন নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে। যশোরবাসী তা কখনও মেনে নেবে না। ফরিদপুরে আখ চাষীদের বকেয়া দাবি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ জানুয়ারি ॥ চিনিকলের আখ চাষীদের বকেয়ার (আখের মূল্য) দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্তু চিনিকলের মিল গেটে এই কর্মসূচী পালন করে তারা। ফরিদপুর চিনিকল আখ চাষী কল্যাণ সংস্থার আয়োজনে এই কর্মসূচীতে কয়েক হাজার চাষী অংশ নেয়। বিক্ষোভ শেষে মির্জা মুরাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজুর ইসলাম, ওহিদুজ্জামান, রেজাউল করিম, আব্দুর রহিম প্রমুখ।
×