ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুয়া খেলায় বাধা দেয়ায় দিনমজুরের ঘরে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৪:১০, ২৭ জানুয়ারি ২০১৯

জুয়া খেলায় বাধা দেয়ায় দিনমজুরের ঘরে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জুয়া খেলায় বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে এক দিনমজুরের বসত ঘরে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত তিনটার দিকে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামে। ওই গ্রামের দিনমজুর মিরাজ সরদারের স্ত্রী ইতি বেগম জানান, তাদের বাড়ির পার্শ্ববর্তী স্থানে বসে দীর্ঘদিন থেকে জুয়া খেলে আসছিল মোড়াকাঠী গ্রামের জুয়াড়ি মিজানুর রহমান, আনোয়ার হোসেন, কবির, নাসির উদ্দিন ও নয়ন। শুক্রবার দুপুরে তার (ইতি বেগম) স্বামী মিরাজ সরদার জুয়াড়িদের জুয়া খেলতে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা ওইদিন রাতে তাদের বসতঘরে অগ্নিসংযোগ করে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের প্রাণে রক্ষা করলেও বসতঘর ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। কেশবপুরে ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৬ জানুয়ারি ॥ বাড়ির ছাদ থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু ঘটেছে। আব্বাস উদ্দিন মোড়ল (৫৫) নামের ওই ব্যাংক কর্মকর্তা তার কেশবপুর উপজেলার নিজ বাড়ির ছাদে থেকে কাপড় নিতে গিয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের আটন্ডা গ্রামের মৃত মোসলেম উদ্দিন মোড়লের ছেলে। নিহত আব্বাস উদ্দিন সোনালী ব্যাংক ফরিদপুর শহরের কর্পোরেট শাখার প্রিন্সিপ্যাল অফিসার (জয়েন্ট কাস্টডিয়ান) পদে কর্মরত ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিনি ফরিদপুর থেকে কেশবপুরে আসেন।
×