ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪৮ বছর পর স্থান হলো জয় বাংলার

প্রকাশিত: ০৪:০৯, ২৭ জানুয়ারি ২০১৯

৪৮ বছর পর স্থান হলো জয় বাংলার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বাংলাদেশ স্বাধীনের ৪৮ বছর পর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি শত বছরের ‘কুয়া’র গাঁয়ে থেকে পাকিস্তান জিন্দাবাদ লেখা মুছে দিয়ে ‘জয় বাংলা’র স্থান হলো। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাাধ্যমে প্রকাশিত হবার পর প্রশাসনের নজরে আসলে কুয়াটি সংস্কারের কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। কুয়ার গা থেকে ইতোমধ্যে পাকিস্তান জিন্দাবাদ মুছে ফেলায় মুক্তিযোদ্ধা সংগঠনসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে। জানা যায়, উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় প্রবেশপথে একটি শত বছরের স্থাপিত কুয়া রয়েছে। সেখানে কুয়ার মালিক ছিলেন ভোলা মামুদ। পাকা করা কুয়ার গায়ে লেখা ছিল পাকিস্তানের জাতীয় পতাকার চাঁদতারা প্রতীকসহ পাকিস্তান জিন্দাবাদম স্লোগান। ১৩১৩ চৈত্র মাস। মেরামত ১৩৫৭। গ্রামবাসী ও ইউনিয়ন বোর্ড। সৈয়দ উদ্দিন সরকার, পিইউবি লেখা একটি ১১২ বছর আগে তৈরি করা হয়। এই কুয়াকে ঘিরে ইন্দ্রার পাড় নামে পরিচিত উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারি গ্রাম। স্থানীয় বাসিন্দা আব্দুর রব (৬৫), শফিকুল ইসলাম (৫০), ছকিনা বেগম (৫৫)সহ আরও অনেকে জানান, এই এলাকায় ব্রিটিশ আমলে পানির সঙ্কট ছিল। আর সেই সঙ্কট দূর করার জন্য মৃত ভোলা মামুদ নিজ উদ্যোগে আধাশতক জায়গায় একটি কুয়া তৈরি করেন। সেই থেকে এখনও এই কুয়ার পানি শুকিয়ে যায়নি। এখানকার মানুষ খাবার, গোসলসহ সাংসারিক কাজে এখনও স্থানীয় মানুষজন পানি ব্যবহার করছে। তারা আরও জানান, বাংলাদেশ স্বাধীনতার ৪৮ বছর পরে সংস্কারের মাধ্যমে কুয়ার গাঁয়ে পাকিস্তান জিন্দাবাদ কথাটি মুছে ফেলায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তাই উপজেলা প্রশাসনসহ সরকারকে ধন্যবাদ জানান। এ ব্যাপারে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন জানান, শত বছরের এই কুয়াটি মেরামতের জন্য গত অর্থবছরে বরাদ্দ আসে। ইউনিয়ন পরিষদের এল.জি.এস.পি প্রকল্প-৩ থেকে বরাদ্দ পাওয়া দেড় লাখ টাকা ব্যয়ে এটি সংস্কার কাজ শুরু হয়েছে এই মাসেই। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। সেই দেশের মাটিতেই যদি পাকিস্তান জিন্দাবাদ শব্দটি থাকে এটা খুবেই দুঃখজনক। তারপরেও স্বাধীনতার ৪৮ বছর পর কুয়ার গায়ে থেকে পাকিস্তান জিন্দাবাদ শব্দটি মুছে ফেলায় উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ফিরেছে। এতবছর পর পাকিস্তান জিন্দাবাদটি মুছে ফেলে জয় বাংলা নামকরণ করার জন্য ইউনিয়ন পরিষদসহ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিন জানান, কুয়ার সংস্কারের কাজ চলছে। এ দেশে পাকিস্তান জিন্দাবাদ লেখাটি থাকবে না। কুয়ার গায়ে পাকিস্তান জিন্দাবাদ লেখাটি মুছে ফেলা হয়েছে। সংস্কারের কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে ‘জয় বাংলা’ স্লোগান ফলক লাগানো হবে।
×