ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলাতে ‘নগদের’ প্যাভিলিয়ন

প্রকাশিত: ০৪:০৪, ২৭ জানুয়ারি ২০১৯

বাণিজ্যমেলাতে ‘নগদের’ প্যাভিলিয়ন

এবারের আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৯-এ অংশ নিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ (বিপিও) প্রদত্ত দেশের প্রথম ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ডাক বিভাগ দেশের মানুষকে ডিজিটাল আর্থিক সেবা দিতেই ‘নগদ’ নিয়ে কাজ করছে। শতবর্ষী এবং ঐতিহ্যবাহী ডাক বিভাগের আদলে সাজানো হয়েছে ‘নগদ’-এর পুরো প্যাভিলিয়ন। মূল ফটক দিয়ে মেলায় প্রবেশের পর বড় টাওয়ার হয়ে একটু বাম দিতে গেলেই ‘নগদ’-এর প্যাভিলিয়ন চোখে পড়বে। প্যাভিলিয়নটির সাজসজ্জা তুলে ধরেছে প্রাচীন ডাক বিভাগের ঐতিহ্য। পোস্ট বক্স ও ডাক হরকরার অবয়ব বলে দেয় দেশের পুরনো ডাক। তবে ভেতরে প্রবেশ করলেই পাওয়া যাবে ‘নগদ’-এর আধুনিক সেবা। প্রতিদিন অগণিত মানুষ এসে ঘুরে যাচ্ছে প্যাভিলিয়নে আর জানতে পারছে ‘নগদ’ নিয়ে। নতুন এই সেবা নিতে ‘নগদ’-এর প্যাভিলিয়নে তরুণ-তরুণীদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। -বিজ্ঞপ্তি
×