ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামের সোনাহাটে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

প্রকাশিত: ০৪:০৩, ২৭ জানুয়ারি ২০১৯

কুড়িগ্রামের সোনাহাটে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরে দুই দেশের কাস্টম কর্তৃপক্ষের ফুলের তোড়া ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে সোনাহাট স্থলবন্দরে সোনাহাট ল্যান্ড কাস্টমস স্টেশন ভুরুঙ্গামারীর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোনাহাট ল্যান্ড কাস্টমসের সহকারী কমিশনার মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিএন্ডএফের সভাপতি সরকার রকীব আহমেদ, স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহফুজুল ইসলাম ভূইয়া, রাজস্ব কর্মকর্তা শুভাশিষ রায়, ছিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান শিকদার, আমদানি ও রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এর আগে জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ কাস্টমসের সহকারী কমিশনার আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের নিকট ফুলের তোড়া ও মিষ্টি বিনিময় করেন। ভারতীয় পক্ষে এ সময় কাস্টমস সুপার এএস রোকন উদ্দিন, ইন্সপেক্টর এসকে চন্দ, এএসআই নজরুল ইসলাম, আমদানি ও রফতানিকারক সমিতির সভাপতি মিজানুর রহমান, সম্পাদক বিশ্বজিৎ রায় উপস্থিত ছিলেন।
×