ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

প্রকাশিত: ০৪:০২, ২৭ জানুয়ারি ২০১৯

বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। বাংলাবান্ধা ল্যান্ড কাস্টমস স্টেশনের আয়োজনে শনিবার সকালে এ উপলক্ষে বাংলাবান্ধা শুল্ক স্টেশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি বাংলাবান্ধা জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে শুল্ক স্টেশনে শেষ হয় । পরে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন । রাজস্ব কর্মকর্তা মিজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় ও বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার হাফিজুল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান শেখ, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন । এ সময় কাস্টমস কর্তৃপক্ষ জানায়, রাজস্ব আয়ে বাংলাবান্ধা স্থলবন্দর দিন দিন এগিয়ে যাচ্ছে । গত অর্থবছরে এ বন্দরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অতিক্রম করে ২৫ কোটি ৯৮ লাখ দুই হাজার টাকা আদায় হয়। বর্তমান অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার টাকা। এ পর্যন্ত আদায় হয়েছে ৯ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার টাকা।
×