ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ফাইন্যান্স পুরস্কার পেল আইএফআইএল

প্রকাশিত: ০৩:৫৯, ২৭ জানুয়ারি ২০১৯

আন্তর্জাতিক ফাইন্যান্স পুরস্কার পেল আইএফআইএল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এ্যাওয়ার্ড ২০১৮ সালে উদ্ভাবনী শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান-বাংলাদেশ হিসেবে পুরস্কৃত হয়েছে দেশের প্রথম শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)। সম্প্রতি দুবাইয়ে অবস্থিত জুমেইরাহ্ এমিরেটস টাওয়ারস হোটেলে ষষ্ঠ বার্ষিক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এ্যাওয়ার্ড অনুষ্ঠানে আইএফআইএলের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান আনিস সালাউদ্দিন আহমাদ এবং আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ্ আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি গ্রহণ করেন। ইউকে ভিত্তিক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন একটি প্রিমিয়াম আর্থিক এবং ব্যবসা বিশ্লেষণ পত্রিকা যা বিশেষ অবদানের জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করে থাকে।
×