ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে লেনদেন কমেছে ৮.৪২ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৭, ২৭ জানুয়ারি ২০১৯

শেয়ারবাজারে লেনদেন কমেছে ৮.৪২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। কিন্তু কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ৮ দশমিক ৪২ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ৪ হাজার ৮২৭ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ২৭১ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ২৭১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৮৮৮ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪৪৩ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ৬১৭ টাকা বা ৮ দশমিক ৪২ শতাংশ। গেল সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৯০ দশমিক ২৩ শতাংশ। ‘এ’ ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ৪ হাজার ৩৫৫ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ২৭১ টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৭০৯ কোটি ৯ লাখ ৫৪ হাজার ৮৮৮ টাকা। লেনদেনে গেল সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহণ ছিল ৬ দশমিক ৬৯ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ৩২২ কোটি ৯২ লাখ ৭৭ হাজার টাকা, আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৫ কোটি ৩১ লাখ ৩৯ হাজার টাকা। সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহণ ছিল ১ দশমিক ৯১ শতাংশ। এসব শেয়ারের লেনদেন হয়েছে ৯২ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৫ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকা। ডিএসইর লেনদেনে গেল সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ১ দশমিক ১৮ শতাংশ। এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার টাকা, আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেন হয়েছে ৮১ কোটি ৬২ লাখ ৫৭ হাজার টাকা। এদিকে গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আলোচ্য সময়ে ৩৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৯৬টি, কমেছে ১৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি এবং লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার দর।
×