ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের হুমকির নিন্দা

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে ইরান

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ জানুয়ারি ২০১৯

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে ইরান

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচীকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ফ্রান্স যে হুমকি দিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছে তেহরান। ইরান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, এ ধরনের কোন নিষেধাজ্ঞা দিলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি শুক্রবার এসব কথা বলেছেন। তার আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রাঁ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীকে কেন্দ্র করে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। জবাবে বাহরাম কসেমি আরও বলেন, ‘ইরানের সামরিক সক্ষমতা অর্জনের চেষ্টা দেশের বৈধ প্রতিরক্ষার শক্তির অংশ এবং এ কর্মসূচী ইরানের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে যা নিতান্তই প্রতিরোধমূলক নীতির অধীনে পরিচালিত। -ইয়াহু নিউজ
×