ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ান ॥ পোপ

প্রকাশিত: ০৩:৫৩, ২৭ জানুয়ারি ২০১৯

অভিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ান ॥ পোপ

পোপ ফ্রান্সিস শুক্রবার পানামায় তরুণ ক্যাথলিকদের সমাবেশে অভিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এদের নেতিবাচক দৃষ্টিতে দেখা সঙ্গত নয়। যৌন কেলেঙ্কারির বিষয়ে ভ্যাটিকান কেন সোচ্চার নয় এমন অভিযোগের প্রেক্ষাপটে তিনি সমাবেশে বক্তব্য রাখেন। এএফপি। পোপ বলেন, দ-িতদের সমাজে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়। তদের অবস্থা হয় প্রান্তিক জনগোষ্ঠীর মতো। তিনি অভিবাসীদের অধিকারের বিষয়টিও দৃঢ়ভাবে সমর্থন করেন। মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসীর ঢল আটকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা করেছেন। পোপ বলেন, প্রত্যেক অভিবাসীকে সমাজের জন্য হুমকি মনে করা একটা ‘কা-জ্ঞানহীন’ আচরণ। যিশু খীষ্ট্রকে নিয়ে আয়োজিত ধর্মীয় সমাবেশে পোপ ওই কথাগুলো বলেন। তার পাঁচদিনের পানামা সফরের মধ্যে এদিনই সবচেয়ে বেশি লোক সমাগম ঘটে। আয়োজকরা বলছেন পানামা সিটির ‘ওয়ে অব দ্য ক্রস’ অনুষ্ঠানে প্রায় ৪ লাখ মানুষ যোগ দিয়েছে। ছয় দিনব্যাপী আয়োজন রবিবার শেষ হওয়ার কথা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গির্জায় যৌন নিপীড়নের কাহিনী প্রকাশের পর ভ্যাটিকান চাপের মুখে রয়েছে। একদিন আগেই পোপ মধ্য আমেরিকার শত শত বিশপের এক সমাবেশে বক্তব্য রাখেন। পোপ কেন এমন লোকদের সমাবেশে বক্তব্য দিলেন যাদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে এনিয়ে ভ্যাটিকান প্রশ্নের মুখে পড়ে। পোপের মুখপাত্র আলেসান্দ্রো জিসোত্তি বলেন, যৌন নিপীড়নের ঘটনাগুলো প্রকাশের পর গির্জার বিরুদ্ধে যে সমালোচনা উঠেছে সে বিষয়ে পোপ অবশ্যই সজাগ আছেন। কিন্তু এটি অত্যাবশ্যক নয় যে প্রতিটি সমাবেশেই তা নিয়ে কথা বলতে হবে। তিনি বলেন, আগামী মাসে রোমে বিশপদের যে বৈঠক হবে তাতে ‘ভয়াবহ এই ক্ষত’ নিয়ে আলোচনা হবে। মধ্য আমেরিকান দেশগুলো থেকে আসা বহু সংখ্যক শরণার্থী এখন মাঝপথে আটকা পড়েছে। এদের সমাজের প্রতি হুমকি যারা মনে করে তারা ‘কা-জ্ঞানহীন’ আচরণ করছে বলেও পোপ মন্তব্য করেন। সমাবেশে ২৩ বছর বয়সী হন্ডুরান অভিবাসন প্রত্যাশী উইস্টন মেডিনা বলেন, ‘আমার বন্ধুদের অনেকে চাকরি হারানোর পর যুক্তরাষ্ট্র গিয়েছে। হন্ডুরাসে প্রত্যেকটি পরিবারের কোন না কোন সদস্য যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছে। অনেকেই তাদের করুণ কাহিনী তুলে ধরেন। পোপ তাদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন।
×