ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচনে অংশ না নেয়া হবে বিএনপির জন্য চরম আত্মঘাতী সিদ্ধান্ত ॥ হানিফ

প্রকাশিত: ০৭:৪৮, ২৬ জানুয়ারি ২০১৯

  উপজেলা নির্বাচনে  অংশ না নেয়া হবে বিএনপির  জন্য চরম আত্মঘাতী  সিদ্ধান্ত ॥ হানিফ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করলে এটা হবে বিএনপির জন্য চরম আত্মঘাতী সিদ্ধান্ত। রাজনীতি থেকে তাদের সিটকে পড়ার আশঙ্কা থেকে যাবে বলে মন্তব্য করে তিনি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা অর্জন করার চেষ্টা করুন। শুক্রবার বিকেলে নারাণগঞ্জ নগরীর ডিআইটি চত্বরে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপির থিংক ট্যাঙ্ক হিসেবে পরিচিত উপদেষ্টা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী গত পরশু দিন বিএনপিকে নতুন একটা তথ্য দিয়েছেন, আগামী ২ বছরের জন্য বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতির বাইরে রেখে দল গোছানোর পরামর্শ দিয়েছেন। এই দুই বছরে দলকে গুছিয়ে মানুষের আস্থা অর্জন করে আবার তাকে (তারেক রহমানকে) ফিরিয়ে আনার। কি অকাট্য পরামর্শ? কারণ তিনি জানেন তারেক রহমান একজন সন্ত্রাসী, দুর্নীতিবাজ। দুর্নীতি ও সন্ত্রাসী মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে দেশের বাইরে পলাতক ও ফেরারি আসামি। বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করতে পারে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সৈয়দ আশরাফুল ইসলামের নানা স্মৃতিচারণ করে বলেন, তার মতো এত সৎ এবং জ্ঞানী মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি। তবে সমস্যা হচ্ছে, রাজনীতিতে যখন ভন্ড মানুষদের প্রভাব এতে বেশি, তখন সৈয়দ আশরাফ ভাইদের মতো মানুষ চলে গেলে রাজনীতির অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই ক্ষতি এখন আর পূরণ হবে না। বিএনপি ও জামাতের সঙ্গে আঁতাত করে যারা রাজনীতি করছেন, তাদের গিভ এ্যান্ড টেক রাজনীতি বাদ দেয়ার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, যারা সাচ্চা আওয়ামী লীগ আছেন তারাই সৈয়দ আশরাফদের মতো মানুষদের সত্যিকারভাবে শ্রদ্ধা জানাতে পারবেন। স্টেজ করে মাইক লাগিয়ে আর ফুল দিয়ে আশরাফ ভাইকে শ্রদ্ধা জানানো যাবে না, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো যাবে না। তাদের চরিত্র বহন করতে পারলেই প্রকৃতভাবে শ্রদ্ধা জানানো হবে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটিু, কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদসহ অনেকে।
×