ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি মেয়র ও কিশোরগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন চূড়ান্ত হবে আজ

প্রকাশিত: ০৭:৪৭, ২৬ জানুয়ারি ২০১৯

 ডিএনসিসি মেয়র ও কিশোরগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন চূড়ান্ত হবে আজ

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে এবং কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে সংসদ সদস্য পদে কে নৌকার মনোনয়ন পাচ্ছেন, তা আজ শনিবার চূড়ান্ত হবে। সেই সঙ্গে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়নও আজ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গত ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়। এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এই ৪৩ আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ১ হাজার ৫১০ জন ফরম জমা দিয়েছেন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আগামী ২৮ ফেব্রæয়ারি কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ফরম কিনেছেন ৬ জন। তারা হলেন, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ভাই সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ শাফায়েতুল ইসলাম, ছোট বেন ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, শরীফ আহমদ সদী, কিশোরগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক ও এম এ হান্নান। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের পরিবার থেকেই দু’জনের একজন মনোনয়ন পেতে পারেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গতবছর ফেব্রæয়ারিতে এ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নিলেও আইনী জটিলতায় তখন নির্বাচন হয়নি। জানা গেছে, ডিএনসিসির মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১০ জন। তারা হলেন- এর আগে দলের মনোনয়ন পাওয়া বিজিএমইএর সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম, ব্যবসায়ী আদম তমিজি হক, সাবেক সেনা কর্মকর্তা ইয়াদ আলী ফকির, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য কবি রাশেল আশেকী, মোঃ কুতুব উদ্দিন, মোহাম্মদ আরিফ মোল্লা (আরেফিন মোল্লা), বঙ্গবন্ধু পরিষদের কুয়েত শাখার সাবেক প্রচার সম্পাদক শহিদুল্লাহ ওসমানী, খায়রুল মজিদ মাহমুদ, মোঃ সাখাওয়াত হোসেন ও মোঃ জামাল মোস্তফা। গতবছরের ২৬ ফেব্রæয়ারি ঢাকা উত্তর সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তখন আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দিয়েছিল ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে। এবারও তারই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেয়ার পর আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মনোয়নের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। তবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চ‚ড়ান্ত। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করব। আমি নির্বাচিত হলে প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করব। রাজধানীর যানজট, জলাবদ্ধতা দূর করব। নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মাদক, সন্ত্রাস ও দুর্নীতির দূর করতে সর্বাত্মক চেষ্টা করব। এছাড়া মানবিক ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে নেতাকর্মীদের বিশাল শোডাউন করে শুক্রবার ধানমন্ডির কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আরেক ব্যবসায়ী নেতা আদম তমিজি হক। তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন, নির্বাচিত হলে রাজধানীর বস্তিবাসীর উন্নয়নের কাজ করব। মনোনয়ন না পেলে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করব।
×